নিজস্ব প্রতিবেদক: দোষারোপের রাজনীতি পরিহার করে দেশ গঠনে তরুণদের সম্পৃক্ত করতে চায় বিএনপি। এ লক্ষ্যে তরুণদের মতামত ও পরামর্শ নিতে দলের পক্ষ থেকে ‘পলিসি টক’ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নীতিনির্ধারণে তরুণদের ভাবনাকে গুরুত্ব দিতে চায়।
তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। এতে একদিকে জলাবদ্ধতা কমবে, অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখবে।
শিক্ষাখাতে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। এ সমস্যা নিরসনে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
ভোকেশনাল শিক্ষাকে সময়োপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, আগামী পাঁচ থেকে দশ বছরে বৈশ্বিক শ্রমবাজারে কোন ধরনের দক্ষতার চাহিদা বাড়বে, তা নির্ধারণ করে সেই অনুযায়ী কারিকুলাম প্রণয়ন করা হবে।
প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানো গেলে মানসম্পন্ন শ্রমশক্তি রফতানি সম্ভব হবে।
নিয়োগ নীতির বিষয়ে তারেক রহমান বলেন, ‘৫ শতাংশ কোটা রেখে বাকি সব নিয়োগ মেধার ভিত্তিতে হওয়া উচিত।’ তিনি বলেন, সমতল ও পাহাড়ি অঞ্চলসহ দেশের সব মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, বড় অবকাঠামো নির্মাণের পরিবর্তে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। এ ক্ষেত্রে হেলথ কেয়ারার নিয়োগ দিয়ে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন তিনি।
পলিসি টক শেষে তারেক রহমান চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে অংশ নেন। পরবর্তীতে ফেনী, কুমিল্লা, সোনাগাজী ও দাউদকান্দিসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সর্বশেষ তিনি নারায়ণগঞ্জে একটি সমাবেশে যোগ দেবেন।