বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
শিরোনাম
রাজনীতি

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে ১৯ নেতাকর্মীর পদত্যাগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ৩১ সদস্যের কমিটি থেকে ১৯ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে হরিনচরা বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু। তিনি অভিযোগ করেন, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে কমিটি গঠন করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দলের দুঃসময়ে যারা সক্রিয় ছিলেন না, বরং ব্যর্থতার কারণে পূর্বের কমিটি থেকে বাদ পড়েছিলেন, তাদেরই গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। অপরদিকে, রাজপথে সক্রিয় ও মামলাভুক্ত নেতাকর্মীদের উপেক্ষা করা হয়েছে।

এ অভিযোগের ভিত্তিতে আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও আনিছুর রহমান নান্নুসহ মোট ১৯ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন। তারা নতুনভাবে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে পদত্যাগী নেতাদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নু প্রমুখ বক্তব্য দেন। এসময় পদত্যাগী অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো