কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জাল প্রবেশপত্র ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের দায়ে ৩ জনকে গ্রেপ্তার করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে কঠোর নিরাপত্তা বিধান কার্যকর রাখার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সচিবালয় এলাকায় সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হচ্ছে।
গত ২৫ জানুয়ারি মন্ত্রণালয়ের একটি মনিটরিং টিম যথাযথ অনুমতি ছাড়া সচিবালয়ে প্রবেশের চেষ্টাকালে দুইজনকে আটক করে।
পরবর্তী তদন্তে জানা যায়, তারা সচিবালয়ের নিরাপত্তা শাখার এক কর্মকর্তার স্বাক্ষর জাল করে প্রবেশপত্র তৈরি করে। এরপর সচিবালয়ে প্রবেশ করে, যা সরকারি নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন।
জিজ্ঞাসাবাদে উভয়েই অপরাধ স্বীকার করেছে। আটক ব্যক্তিদের একজন, মো. আলিফ শরীফ, জাল প্রবেশপত্র তৈরির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং পূর্বে একাধিক ব্যক্তিকে অবৈধভাবে সচিবালয়ে প্রবেশে সহায়তা করেছিলেন।
ভ্রাম্যমাণ আদালতে সংক্ষিপ্ত বিচার শেষে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্য আটক ব্যক্তি মো. আশিককে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মচারী মো. দিদারুল আলমকে একই অবৈধ কর্মকাণ্ডে জড়িত হিসেবে শনাক্ত করা হয়। তাকেও ভ্রাম্যমাণ আদালতে বিচার করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সচিবালয়ে অননুমোদিত যানবাহন প্রবেশ ঠেকাতেও নজরদারি জোরদার করা হয়েছে।
বৈধ বা হালনাগাদ স্টিকারবিহীন যানবাহনকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।