বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
শিরোনাম
জাতীয়

৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চাকরিচ্যুত করে প্রজ্ঞাপন জারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: বুনিয়াদি প্রশিক্ষণরত ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে (সহকারী কমিশনার) চাকরিচ্যুত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চাকরি হারানো এই ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন- ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার কাজী আরিফুর রহমান, বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার অনুপ কুমার বিশ্বাস ও পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নবমিতা সরকার।

এ বিষয়ে সিনিয়র সচিব এহছানুল হকের সই করা প্রজ্ঞাপনে  বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের বর্ণিত শিক্ষানবিশ সহকারী কমিশনারদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। এ ক্ষেত্রে চাকরিকালীন সময়ে তাদের কাছে সরকারের কোনোপ্রকার আর্থিক পাওনা থাকলে তা দ্য পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুযায়ী আদায়যোগ্য হবে।

তবে, কী কারণে এই ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চাকরিচ্যুত করা হলো, প্রজ্ঞাপনে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী, শিক্ষানবিশ মেয়াদ চলাকালে কোনো শিক্ষানবিশীর সংশ্লিষ্ট চাকরিতে বহাল থাকার অযোগ্য হিসেবে বিবেচিত হলে কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ ব্যতিরেকে সরকার সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করতে পারবে।

Imported from WordPress: image-15.png

এই সম্পর্কিত আরো