বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
শিরোনাম
আইন-আদালত

সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক ব্যাবসায়ী মো. মিজানুর রহমান ওরফে (খোড়া মিজান) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ সদস্যরা।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-৬ সাতক্ষীরা এর কোম্পানী কমান্ডার মেজর জে.এম গালিব।

আটককৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাতক্ষীরা সদরের পাথরঘাটা গ্রামের ইনসান আলী সরদারের ছেলে।

এর আগে বুধবার বিকালে নড়াইল জেলার কালিয়া থানার চাচুড়ী এলাকা থেকে সাতক্ষীরা র‌্যাব-৬ এর একটি দল তাকে আটক করে।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জে.এম গালিব জানান, ২০১৩ সালে মিজান নামের ওই ব্যক্তি বিপুল পরিমান ফেন্সিডিল সহ খুলনার খালিশপুর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এর কিছুদিন পর সে জামিনে মুক্ত হয়। এরপর ২০২০ সালের ৩ সেপ্টেম্বর তারিখে খুলনা আদালত বিচার শেষে তাকে যাবজ্জীবন সাজা ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। রায়ের পর থেকে সে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলো। গতকাল র‌্যাব সদস্যরা তাকে আটক করতে সমর্থ হয়। আটক আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো