বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
শিরোনাম
আইন-আদালত

রাজধানীতে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : পৃথক অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ ৩ সদস্যকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (২৬ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল চক্রের মূলহোতা মোঃ জুবায়ের আহমেদ (১৮), মোঃ আবুল বাশার মিয়া (১৮) এবং বায়জিদ বোস্তামী (২২) কে গ্রেফতার করে র‌্যাব-৩।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামিরা জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ অভ্যাসগতভাবে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। দেশের বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের মাধ্যমে কতিপয় লোকজনের কাছে উক্ত মোটরসাইকেল বিক্রয় করে আসছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এই সম্পর্কিত আরো