বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
শিরোনাম
আইন-আদালত

ওরসে গাঁজা সেবনে ১৪ জনকে কারাদণ্ড

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জ শহরতলীর উমেদনগর এলাকায় দেওয়ান মাহবুব রাজার ওরস থেকে গাঁজা সেবনের অভিযোগে ১৪ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানাও ততক্ষনাৎ তা আদায় করা হয়।

গত বৃহস্পতিবার রাতে এ দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক। এর পূর্বে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিলেটের বিশ্বনাথ এলাকার আক্কাস মিয়া, সেবুল মিয়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের আব্দুর রাজ্জাক, সেলিম মিয়া, জালাল মিয়া, হবিগঞ্জ সদরের লীবন মিয়া, আব্দুল শহীদ, রজব আলী, বানিয়াচংয়ের শেখ কামাল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আলী হোসেন, কিশোরগঞ্জ মিঠামইনের তৌহিদ মিয়া, মোখলেছ মিয়া, জুবায়েল হোসেন ও সুনামগঞ্জের আলী আহমদ খাঁন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমান জানান, ৫১০ গ্রাম গাঁজাসহ এ ১৪ জনকে আটক করা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। রাতেই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

এই সম্পর্কিত আরো