আন্তর্জাতিক ডেস্ক: মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান ও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন।
বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, আজ সকালে মুম্বাই থেকে উড্ডয়ন করে উড়োজাহাজটি বারামতীতে অবতরণের চেষ্টা করছিল। তবে জরুরি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উড়োজাহাজটি রানওয়ের কাছাকাছি একটি মাঠে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পর উড়োজাহাজের ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে পড়ে এবং সেখানে প্রচণ্ড অগ্নিশিখা ও ধোঁয়া দেখা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, দুইজন পাইলটসহ মোট পাঁচজন ছিলেন, যারা সবাই মারা গেছেন।
৬৬ বছর বয়সী মহারাষ্ট্রের এই উপ-মুখ্যমন্ত্রী ছিলেন প্রবীণ রাজনীতিবিদ এবং এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। সংসদের বাজেট অধিবেশনে যোগদানের জন্য দিল্লিতে থাকা শরদ পাওয়ার এবং সুলে শিগগিরই পুনের উদ্দেশে রওনা হবেন।