মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
শিরোনাম
১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: - ভোটের আগে-পরে মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক নির্বাচনে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি: ইসি আনোয়ারুল শ্রীপুরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন সিস্টেম আপগ্রেডেশন: - সাময়িক বন্ধ থাকবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭০ কোটি ডলার রেকর্ড দামে বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা সমাধান করা হবে: তারেক রহমান শিগগিরই ওমানে খুলছে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার
তথ্য-প্রযুক্তি

পাসওয়ার্ড লিক ঠেকাতে পাসকি প্রযুক্তির দিকে ঝুঁকছে ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: ২০২৫ সালে যেসব পাসওয়ার্ড হ্যাক বা ফাঁস হয়েছে, তার প্রায় অর্ধেকই আগেও কোনো না কোনো ডাটা লিকে প্রকাশ পেয়েছিল বলে জানিয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। তাদের সর্বশেষ গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ ব্যবহারকারী নিরাপদ পাসওয়ার্ড ব্যবহারের নিয়ম মানেন না এবং দীর্ঘ সময় ধরে একই পাসওয়ার্ড অপরিবর্তিত রেখে দেন, ফলে সেগুলো সহজেই সাইবার অপরাধীদের টার্গেটে পরিণত হয়।

ক্যাসপারস্কির বিশ্লেষণে দেখা যায়, পাসওয়ার্ড এখনো সবচেয়ে বেশি ব্যবহৃত লগইন পদ্ধতি হলেও মানুষের পূর্বানুমেয় আচরণের কারণে এটি ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বড় বড় পাসওয়ার্ড লিক বিশ্লেষণ করে দেখা গেছে, অনেকেই পাসওয়ার্ডে তারিখ, সংখ্যা, নাম বা “১২৩৪৫”, “love”–এর মতো সাধারণ শব্দ ব্যবহার করেন, যা নিরাপত্তা অনেক কমিয়ে দেয়। প্রায় ১০ শতাংশ পাসওয়ার্ডে তারিখের মতো সংখ্যা ছিল এবং ২০২৫ সালে ফাঁস হওয়া পাসওয়ার্ডের ৫৪ শতাংশ আগের লিকেও পাওয়া গিয়েছিল, যা দীর্ঘদিন একই পাসওয়ার্ড ব্যবহারের প্রবণতাকেই তুলে ধরে। গড় হিসাবে, একটি ফাঁস হওয়া পাসওয়ার্ড ৩.৫ থেকে ৪ বছর পর্যন্ত অপরিবর্তিত থাকে, ফলে ব্রুট-ফোর্স ও ক্রেডেনশিয়াল স্টাফিং আক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়।

এই দুর্বলতাগুলো দূর করতে ক্যাসপারস্কি আরও শক্তিশালী অথেন্টিকেশন ব্যবস্থার ওপর জোর দিয়েছে। এ ক্ষেত্রে পাসকি (Passkey) প্রযুক্তিকে নিরাপদ বিকল্প হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে ক্রিপ্টোগ্রাফিক কী ও বায়োমেট্রিক যাচাই ব্যবহার করা হয়। এতে ফিশিং বা ডাটা লিকের ঝুঁকি অনেক কমে যায়। এই প্রযুক্তির অংশ হিসেবে ক্যাসপারস্কি পাসওয়ার্ড ম্যানেজার–এ নতুন পাসকি ফিচার যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজে পাসকি তৈরি, সংরক্ষণ এবং বিভিন্ন ডিভাইসে সিঙ্ক করতে পারবেন। ফলে এক ট্যাপেই নিরাপদ লগইন সম্ভব হবে, পাসওয়ার্ডের ওপর নির্ভর না করেই।

ক্যাসপারস্কির কনজ্যুমার বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মারিনা টিটোভা বলেন, “কাজ, পড়াশোনা কিংবা বিনোদন সবকিছুর জন্য আলাদা আলাদা লগইন ও পাসওয়ার্ড সামলাতে গিয়ে ব্যবহারকারীরা সময় ও নিরাপত্তা—দুটোই হারান। ক্যাসপারস্কি পাসওয়ার্ড ম্যানেজার অনেকদিন ধরেই নিরাপদ পাসওয়ার্ড জেনারেটর ও অটোফিলের মাধ্যমে এই সমস্যা সহজ করেছে। এবার নতুন পাসকি ফিচারের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট সুরক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছি, যা ব্যবহার করা যেমন সহজ, তেমনি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ।”

পাসকি ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের ক্যাসপারস্কি পাসওয়ার্ড ম্যানেজার আপডেট করে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে এবং যেসব ওয়েবসাইটে পাসকি সমর্থিত, সেখানে অ্যাপের নির্দেশনা অনুসরণ করতে হবে। আপডেটেড ক্যাসপারস্কি পাসওয়ার্ড ম্যানেজার ইনস্টল করার জন্য ক্যাসপারস্কির ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের আগে-পরে মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ

লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক

নির্বাচনে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি: ইসি আনোয়ারুল

শ্রীপুরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন

সিস্টেম আপগ্রেডেশন: সাময়িক বন্ধ থাকবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা

২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭০ কোটি ডলার

রেকর্ড দামে বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা সমাধান করা হবে: তারেক রহমান

শিগগিরই ওমানে খুলছে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার