বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং সিনেমায় আর কখনো গাইবেন না। প্লেব্যাক গানের জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক আবেগঘন বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান এই শিল্পী।
শ্রোতাদের উদ্দেশে তিনি জানান, ”সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে যে অসীম ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।”
এরপরেই দেন সেই বিষাদময় ঘোষণাটি। অরিজিৎ লিখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এখন থেকে আর প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে কোনো নতুন কাজ গ্রহণ করছি না। এখানেই আমি এই অধ্যায়ের ইতি টানছি।
তার ভাষায়, এটি ছিল একটি “দারুণ যাত্রা”।
বলিউডসহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অরিজিৎ সিংয়ের কণ্ঠ বহু সুপারহিট গানের জন্ম দিয়েছে। হিন্দির পাশাপাশি বাংলা, তামিল, তেলুগু ও অন্যান্য আঞ্চলিক ভাষার সিনেমাতেও তিনি নিয়মিত গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। প্রেম, বিরহ ও আবেগঘন অনুভূতির গানে তার কণ্ঠ বিশেষভাবে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে।
তবে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণায় অরিজিৎ সিং ভবিষ্যতে সংগীতের অন্য কোনো ধারায় যুক্ত থাকবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি। তিনি লাইভ কনসার্ট, স্বাধীন সংগীত কিংবা ব্যক্তিগত প্রকল্পে কাজ করবেন কি না—এ নিয়ে এখনো স্পষ্ট কোনো কিছু বলেননি।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আশিকি টু’ সিনেমার ‘তুম হি হো’ গানটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এরপর একের পর এক জনপ্রিয় গান দিয়ে বলিউড সংগীতে নিজের অবস্থান পোক্ত করেন তিনি। তার গাওয়া দর্শকপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘চন্না মেরেয়া’ (অ্যায় দিল হ্যায় মুশকিল), ‘ফির ভি তুমকো চাহুঙ্গা’ (হাফ গার্লফ্রেন্ড), এবং ‘হাওয়ায়েঁ’ (জাব হ্যারি মেট সেজাল)।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অরিজিৎ সিং দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পাশাপাশি ২০২৫ সালে তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করা হয়। তবে হঠাৎ এই সিদ্ধান্তের পেছনের কারণ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুই জানাননি অরিজিৎ। ফলে তার এই ঘোষণাকে ঘিরে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
অরিজিৎ সিংয়ের এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তার পোস্ট শেয়ার করে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন, আবার কেউ কেউ তার সংগীতজীবনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভকামনা জানিয়েছেন।