বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
শিরোনাম
বিনোদন

প্রশংসা কুড়িয়েছে জাক মীরের ‘দ্য স্টোরি অব আ রক’ ছবিটি

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে ১৯তম তাসভীর ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে বাংলাদেশি-আমেরিকান পরিচালক জাক মীরের প্রথম সিনেমা ‘দ্য স্টোরি অব আ রক’। এ রকম উৎসবে প্রথম সিনেমার উদ্বোধনী প্রদর্শনী করতে পেরে আনন্দিত এই নির্মাতা। বার্তা সংস্থা ইউএনবিকে তিনি বলেন, ‘আমি সত্যিই এমন প্রতিযোগিতায় জায়গা করে নিতে পেরে সম্মানিত বোধ করছি।’

মা কাজের জন্য মধ্যপ্রাচ্যে চলে গেলে কিশোরী মেয়ের জীবনে আসে নতুন সব চ্যালেঞ্জ। একটি দুর্ভাগ্যজনক ঘটনায় মেয়েটির জীবনের গতিপথ বদলে যায়। এমন গল্পে নির্মিত হয়েছে ‘দ্য স্টোরি অব আ রক’। গত ১৫ থেকে ২০ অক্টোবর ওয়াশিংটনের প্যাকার আইম্যাক্স থিয়েটারে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসবটি। এতে ৯০টি স্বল্পদৈর্ঘ্য এবং ২২টি পূর্ণদৈর্ঘ্যসহ ৩০০টি সিনেমা জমা পড়ে।

জাক মীর বর্তমানে নিউ জার্সির বাসিন্দা। এর আগে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়েছেন তিনি। নিজের প্রথম সিনেমা নিয়ে জাক বলেন, ‘যদিও ফিল্মটি সত্যি গল্পের ওপর ভিত্তি করে তৈরি নয়, তবে এটি নির্মিত হয়েছে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে, বিশেষ করে ঘরে নারীদের নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার সংগ্রামকে কেন্দ্র করে।’

ছবিতে মনিকা চরিত্রে অভিনয় করেছেন সাফানা নোমনি। এ ছাড়া আছেন সাহানা রহমান সুমি, নাফিসা জারিন, লারা লোটাস, সিমরিন লুবাবা।

এই সম্পর্কিত আরো