শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
শিরোনাম
ঝিনাইদহ চিকিৎসকের কেস হিষ্ট্রি স্থান পেল আন্তর্জাতিক হোমিওপ্যাথি জার্নালে নওগাঁয় ডাম্পট্রাকের চাপায় প্রাণ গেল ৫ জনের সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে আই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে কামারখন্দে জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, তদন্ত শুরু ওরিয়ন ইনফিউশনসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ নাভানা সিএনজির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ এসিআই ফর্মুলেশনসের দ্বিতীয় প্রান্তিক প্রাকাশ শিক্ষার্থীদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দিতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

শিক্ষার্থীদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দিতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ  এ এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরির প্লাটফর্ম করতে  শিক্ষার্থীদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দিতে হবে। এর অভাবে এই সম্ভাবনা আজ বাধার সম্মুখীন হয়ে পড়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত "শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ডিভাইস ফাইন্যান্সিংয়ে গুরুত্বারোপ ডিজিটাল অন্তর্ভুক্তিমূলক ও বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ডিভাইস ফাইন্যান্সিংয়ের প্রয়োজনীয়তা "শীর্ষক অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রফেসর ডঃ  এ এস এম আমানুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকার ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে অর্থায়ন ও নীতিগত সহায়তা কামনা করেছেন, যাতে শিক্ষার্থীদের ডিভাইস সরবরাহ করে তাদেরকে আইটি ও ফ্রিল্যান্সিং খাতে স্বাবলম্বী করে গড়ে তোলা যায়।

বিল্ডকন কনসালটেন্সিস লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মাহতাব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  বিসিএস এর সভাপতি   মোহাম্মদ জাহিদুল ইসলাম, আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আনোয়ার উদ্দিন, অতিরিক্ত সচিব (অর্গানাইজেশনাল সাপোর্ট উইং), আইসিটি বিভাগ; মিস সুপার্না রায়, ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, বিশ্বব্যাংক বাংলাদেশ; মিস আলিফ রুদাবা, অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়; ডা. আবদুন নূর তুষার, চিকিৎসক, মিডিয়া ব্যক্তিত্ব ও বিশ্লেষক এবং আদিল হোসেন নোবেল, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, অ্যাক্সেন্টেক পিএলসি।

বক্তারা বলেন, ডিজিটাল ডিভাইসের সহজলভ্যতা শিক্ষার্থীদের শেখার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থান ও উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সহজ শর্তে অর্থায়ন ব্যবস্থার উপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের জন্য টেকসই ডিজিটাল ফাইন্যান্সিং মডেল গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহ চিকিৎসকের কেস হিষ্ট্রি স্থান পেল আন্তর্জাতিক হোমিওপ্যাথি জার্নালে

নওগাঁয় ডাম্পট্রাকের চাপায় প্রাণ গেল ৫ জনের

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে

প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

আই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

কামারখন্দে জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, তদন্ত শুরু

ওরিয়ন ইনফিউশনসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নাভানা সিএনজির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

এসিআই ফর্মুলেশনসের দ্বিতীয় প্রান্তিক প্রাকাশ

শিক্ষার্থীদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দিতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর