বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
শিরোনাম
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলার একমাত্র ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বার্ষিক পিঠা উৎসব।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

শিক্ষার্থীদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ জীবনধারার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল নিয়মিতভাবে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতকালীন ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতিকে তুলে ধরতে এদিন আয়োজন করা হয় পিঠা উৎসবের।

উৎসবের মূল উদ্দেশ্য ছিল প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাহারি ও ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করা। পিঠা উৎসব উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, গান ও কবিতা আবৃতির মাধ্যমে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। ছোট ছোট সোনামনিদের প্রাণবন্ত অংশগ্রহণে অভিভাবক, শিক্ষক ও স্টাফদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খন্দকার ফরহাদ হোসেন বলেন,“শীতকালে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের নিয়ে ঘরে ঘরে পিঠা খাওয়ার দাওয়াত আমাদের গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। জামাই আপ্যায়ন কিংবা পারিবারিক আয়োজনে পিঠার প্রচলন বাংলাদেশের সমাজে বহুল পরিচিত। মা, বোন কিংবা ভাবীদের হাতে তৈরি পিঠার স্বাদ যেমন মধুর, তেমনি তাদের হাসি ও আন্তরিকতা মানুষের মাঝে প্রাণের সঞ্চার ঘটায় এবং আত্মীয়তার বন্ধনকে আরও দৃঢ় করে।”

তিনি আরও বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।”

এ সময় তিনি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এ ধরনের বিভিন্ন প্রতিযোগিতা ও উৎসব নিয়মিতভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো