সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলার নির্বাচনি পরিবেশ ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে সদর উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি টহল দেয় বলে জানিয়েছেন নরসিংদী বিজিবি ক্যাম্পের সুবেদার সিরাজ।
বিজিবির তথ্য মতে, নির্বাচনে জেলার জন্য নির্ধারিত ১৩ প্লাটুন বিজিবির মধ্যে নরসিংদী সদর ও পলাশ উপজেলায় ৪ প্লাটুন, শিবপুর ও মনোহরদী উপজেলায় ৩ প্লাটুন এবং রায়পুরা ও বেলাব উপজেলায় ৬ প্লাটুন বিজিবি দ্বায়িত্ব পালন করবেন
সুবেদার সিরাজ বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বিজিবি। নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।
বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে বলেও জানান তিনি।