রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
সারাদেশ

সিরাজগঞ্জে রাস্তায় পড়ে ছিল প্রবাসী যুবকের ক্ষতবিক্ষত লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তায় পড়ে ছিল সিরাজুল মণ্ডল (২৫) নামের এক প্রবাসী যুবকের ক্ষতবিক্ষত লাশ। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়।

নিহত সিরাজুল মণ্ডল উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে।

পরিবার জানায়, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যার পর কেউ একজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর ফেরেননি।

বুধবার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজে যাওয়ার পথে রাস্তার পাশে তার লাশ দেখতে পান। পরে পরিবারকে খবর দেওয়া হলে তারা পুলিশে যোগাযোগ করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আছলাম আলী জানান, ধারালো অস্ত্রের আঘাতে সিরাজুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরো