শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
শিরোনাম
সারাদেশ

সিরাজগঞ্জে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে যাত্রীবাহি বাস থেকে ২ কেজি গাঁজাসহ বজলু বেপারী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক বজলু বেপারী কুষ্টিয়া জেলার গোলাপনগর গ্রামের তোফাজ্জল বেপারীর ছেলে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মো. রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

ডিবি ওসি রওশন আলী বলেন, গোপন তথ্যের ভিত্তিত্বে শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় ডিবি’র এসআই মেহেদী হাসানের নেতৃত্বে নারায়নগঞ্জ থেকে কুষ্টিয়া গামি এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারীকে আটক করা হয়।

এঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো