বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
শিরোনাম
কর্পোরেট সংবাদ

কর্মক্ষেত্রে সুস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে প্রিমিয়ার ব্যাংকের ‘ওয়েলনেস ডে’ আয়োজন

কর্পোরেট ডেস্ক: কর্মীদের শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি মানবসম্পদ বিভাগের আয়োজনে এবং প্রাভা হেলথ-এর সহযোগিতায় রাজধানীর বনানীতে প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে বুধবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী ‘ওয়েলনেস ডে’ অনুষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, কর্মীদের সুস্থতা নিশ্চিতকরণ এবং একটি ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলা। 

অনুষ্ঠানটির উদ্বোধন করেন মোঃ মনজুর মফিজ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “কর্মীদের সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তি নিশ্চিত করা একটি টেকসই কর্মপরিবেশ গঠনের পূর্বশর্ত। নিয়মিত এ ধরনের উদ্যোগ, কর্মীদের কর্মদক্ষতা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন, উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ, এসইভিপি এবং আইসিসি বিভাগ প্রধান ফাহিম আহমাদ আশরাফ, এসইভিপি ও এজেন্ট ব্যাংকিং প্রধান মোঃ আহসান উল আলম এবং ভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) মোঃ মইনুল হক সিরাজী। প্রাভা হেলথ-এর পক্ষ থেকে কনসালট্যান্ট ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ড. জ্যোতিষ্ক বিশ্বাস, ক্লিনিক্যাল ফিজিশিয়ান ড. বাইতুন নাহার জয়া সহ স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা উপস্থিত থেকে কর্মীদের বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করেন। 

দিনব্যাপী আয়োজিত ‘ওয়েলনেস ডে’-তে কর্মীরা পর্যায়ক্রমে মৌলিক স্বাস্থ্য পরীক্ষা (রক্তচাপ, সুগার, বিএমআই), ডাক্তার পরামর্শ এবং ফিজিওথেরাপি ওয়েলনেস সেশনে অংশগ্রহণ করেন, যা প্রধান কার্যালয়ের সকল কর্মীদের জন্য আয়োজন করা হয়। কর্মীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই সম্পর্কিত আরো