বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
শিরোনাম
কর্পোরেট সংবাদ

এনসিসি ব্যাংকের অটোমেটেড ইএসআরএম সিস্টেমের উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক পরিবেশবান্ধব অর্থায়ন ও টেকসই ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি রক্ষায় অত্যাধুনিক অটোমেটেড এনভারমেন্টাল এন্ড স্যোশাল রিস্ক ম্যানেজমেন্ট (ইএসআরএম) সিস্টেম চালু করেছে। এই প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মটি ব্যাংকের ঋণদান প্রক্রিয়ায় বৈপ্লবিক পরিবর্তন আনবে, যা দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশগত ও সামাজিক ঝুঁকি ব্যবস্খাপনা নির্ণয়ে সক্ষম।

কেন্দ্রীয় ডাটাবেসের মাধ্যমে রিয়েল-টাইমে ঋণের ঝুঁকি পর্যবেক্ষণ করার সুবিধা থাকায় এটি যেমন দেশীয় ও আন্তর্জাতিক নিয়ন্থক সংস্থার চাহিদা পূরণ করবে, তেমনি ঋণগ্রহীতাদের পরিবেশ ও সামাজিক সুশাসন মেনে চলতে উদ্বুদ্ধ করবে। এই উদ্যোগের মাধ্যমে এনসিসি ব্যাংক এর ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা, ধারাবাহিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ; ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম; উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মোঃ হাবিবুর রহমান; ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ এবং এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মোঃ সাজ্জাদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তবৃন্দ। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার বলেন, “স্বয়ংক্রিয় ইএসআরএম সিস্টেমের প্রবর্তন এনসিসি ব্যাংকের মূল ব্যবসায়িক কার্যক্রমে টেকসই উন্নয়নকে অন্তর্ভুক্ত করার কৌশলগত অগ্রাধিকারকে প্রতিফলিত করে। এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে, স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং অর্থায়নের সিদ্ধান্তে পরিবেশগত ও সামাজিক বিষয়সমূহকে পদ্ধতিগতভাবে বিবেচনা নিশ্চিত করবে।”

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “পরিবেশবান্ধব টেকসই ব্যাংকিং এখন আর ঐচ্ছিক বিষয় নয়—এটি একটি নৈতিক দায়িত্ব। স্বয়ংক্রিয় ইএসআরএম সিস্টেম আমাদের ঋণ পোর্টফোলিওতে পরিবেশগত ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।” এ উদ্যোগ এনসিসি ব্যাংকের গ্রীণ পোর্ট- ফোলিও প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে যা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ও নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো