বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
শিরোনাম
কর্পোরেট সংবাদ

উপায় ও বিএফআইউই’র উদ্যোগে এএমএল-সিএফটি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইউই)-এর সহযোগিতায় উপায় “ফোরটিফাইং দ্য ডিজিটাল ফ্রন্টিয়ার” শিরোনামে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ইউসিবির প্রধান কার্যালয়ে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ কর্মশালায় উপায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএফআইউই-এর বিশেষজ্ঞ প্রতিনিধি দল পরিচালিত এই কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রাসঙ্গিক আইনগত কাঠামো, জালিয়াতি ঝুঁকি ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা ঝুঁকি এবং প্রতিরোধমূলক কৌশলসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনা করা হয়।

এই উদ্যোগ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা প্রতিপালন, কর্মীদের সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধি, এবং আর্থিক খাতে সততা ও স্বচ্ছতা বজায় রাখার প্রতি প্রতিষ্ঠানের অবিচল অঙ্গীকারের প্রতিফলন বলে উপায়ের কর্ককর্তারা জানান।

এই সম্পর্কিত আরো