শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
শিরোনাম
আমরা নির্বাচিত হলে জাতীকে আর দ্বিধা-বিভক্ত করতে দিব না: ডা. শফিকুর রহমান নরসিংদীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ঝিনাইদহ চিকিৎসকের কেস হিষ্ট্রি স্থান পেল আন্তর্জাতিক হোমিওপ্যাথি জার্নালে নওগাঁয় ডাম্পট্রাকের চাপায় প্রাণ গেল ৫ জনের সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার - সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি, ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে আই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে কামারখন্দে জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, তদন্ত শুরু ওরিয়ন ইনফিউশনসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ নাভানা সিএনজির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
কর্পোরেট সংবাদ

অনবদ্য পারফর্মেন্সের জন্য মিরাজকে সম্মাননা প্রদান করলো আরএকে সিরামিকস

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশের একমাত্র ইন্টারন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিকস লিঃ ২০২১ সাল থেকে বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত। এরই ধারাবাহিকতায় মেহেদি হাসান মিরাজ বর্তমান ব্র্যান্ড অ্যাম্বেসেডর।

বিগত সময়গুলোতে মিরাজ তার প্রশংসনীয় ক্রিকেট দক্ষতায় ক্রিকেটের সব ফরম্যাটে হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম জয়ের নায়ক। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে হয়েছেন সিরিজ ও ম্যাচ সেরা, গড়েছেন দলীয় ও একক আন্তর্জাতিক রেকর্ড।

সেই প্রেক্ষিতে, আরএকে সিরামিকস লিঃ আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর এসএকে একরামুজ্জামান সকলের উপস্থিতিতে ব্র্যান্ড অ্যাম্বেসেডর মেহেদি হাসান মিরাজকে প্রশংসিত করেন ও প্রণোদনা প্রদান করেন। পাশাপাশি তিনি এ আশাও ব্যক্ত করেন, “মিরাজের হাত ধরে একদিন বাংলাদেশ ক্রিকেটে ধরা দিবে কাঙ্ক্ষিত স্বপ্ন।“

এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চিফ অপারেটিং অফিসার ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার সাধন কুমার দে, ভাইস প্রেসিডেন্ট মো: মিজানুর রহমান, কোম্পানী সেক্রেটারি মো: শহীদুল ইসলাম, হেড অফ ইন্টার্নাল অডিট মো: শামসুল আরেফিন, ডিজিএম মার্কেটিং এন্ড কমিউনিকেশনস এস এম আরফাতুর রহমান, এজিএম এইচ আর এন্ড এডমিন সুরজিত বড়ুয়াসহ আরএকে সিরামিকস লিঃ এর উর্ধ্বতন কর্মকর্তাগণ। সিওও এবং সিইও সাধন কুমার দে বলেন, “একজন পারফর্মারই ইমাজিন করেন এবং সেভাবে এগিয়ে যান। আরএকে এমন সব পারফর্মাদের পাশে আছে সবসময়।“

আরএকে সিরামিকস বাংলাদেশ লিঃ সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত টাইলস এবং স্যানিটারি সামগ্রী প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। গত দু দশকের বেশি সময় ধরে বাংলাদেশের টাইলস মার্কেটে ও লাইফস্টাইল পণ্য হিসেবে অভুতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে১০০০টিবিভিন্নআকর্ষনীয়ডিজাইনেরটাইলসপাওয়া যাচ্ছে।

প্রাসঙ্গিক ভাবে উল্লেখ্য আরএকে সিরামিকস দুবাই ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান। বাংলাদেশসহ বিশ্বের ১৫০ টি দেশে তাদের কার্যক্রম রয়েছে।

এই সম্পর্কিত আরো

আমরা নির্বাচিত হলে জাতীকে আর দ্বিধা-বিভক্ত করতে দিব না: ডা. শফিকুর রহমান

নরসিংদীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঝিনাইদহ চিকিৎসকের কেস হিষ্ট্রি স্থান পেল আন্তর্জাতিক হোমিওপ্যাথি জার্নালে

নওগাঁয় ডাম্পট্রাকের চাপায় প্রাণ গেল ৫ জনের

সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি, ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র

প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

আই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

কামারখন্দে জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, তদন্ত শুরু

ওরিয়ন ইনফিউশনসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নাভানা সিএনজির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ