স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হবে আগামী ৩ এপ্রিল। এই সিরিজ শেষে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না টাইগাররা। কারণ ঈদ উদযাপন শেষে এপ্রিলের শেষে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি। বিশ্বকাপের ঠিক আগে গুরুত্বপূর্ণ সেই টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে বিসিবি।
শনিবার (১৬ মার্চ) এক বিবৃতির মাধ্যমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম তিন ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, আর শেষ দুই ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামী ৩ মে। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। আর সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা থাকলেও টি–টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে পিছিয়ে গেল টেস্ট দুটি। যা হবে ২০২৫ সালে।
জিম্বাবুয়ে সিরিজের পর বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল আইসিসির পরিধিতে ঢুকে পড়বে ১ জুন। ৭ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে আছে আইসিসি নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচও। সব মিলিয়ে আগামী তিন মাসে বেশ ব্যস্ত সময় পার করবেন লিটন-শান্তরা।