April 28, 2025 - 7:18 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাঁধা নেই

ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাঁধা নেই

spot_img

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ছবি ‘শনিবার বিকেল’ মুক্তির অনুমতি দিয়েছে বোর্ডের আপিল কমিটি। প্রায় সাড়ে তিন বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে ছিল ছবিটি। তবে এখন আর মুক্তিতে কোনো বাঁধা নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে এই খবরটি জানিয়েছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত। ছবিটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয়েছে আজ। এদিন সিনেমার নির্মাতা–প্রযোজকের বক্তব্য শোনার পর ছবিটি নিয়ে নিজেদের মতামত দেন আপিল কমিটির সদস্যরা। সেই সঙ্গে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাঁধা নেই বলেও জানান তারা।

মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে এই প্রসঙ্গে সাত সদস্যের একটি সেন্সর আপিল কমিটি গঠন করা হয়। এতে সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে ছিলেন।

এর আগে একই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ‘ফারাজ’ সিনেমাটি আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ভারতে। আর ওই ছবিটির মুক্তির খবরটি পাওয়ার পরই ক্ষুব্ধ হন ফারুকী। তিনি দাবি করেন, ‘ফারাজ’ মুক্তির আগেই ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে হবে। নির্মাতার পাশাপাশি অন্যান্য নির্মাতা ও অভিনয়শিল্পীরাও সিনেমাটি মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন।

একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফারুকী বলেন, বিভিন্ন দেশের উৎসবে ‘শনিবার বিকেল’ দেখানো হয়েছে। সেখানে বিদেশিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও সিনেমাটি দেখেছেন। তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো তো কিছু পাননি। তাদের মতে, সিনেমাটি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

দেশে সিনেমাটি এখনও প্রদর্শিত না হলেও মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালে ‘শনিবার বিকেল’ প্রদর্শিত হয়েছে এবং পুরস্কৃতও হয়েছে।

প্রসঙ্গত, ‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

আরও পড়ুন:

শাহরুখ নাকি অক্ষয়, পারিশ্রমিকের দৌড়ে কে এগিয়ে?

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে চিত্রনায়ক ইমন

জয়ার বলিউড সিনেমার দৃশ্য ধারণ সম্পন্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এনসিসি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান হলেন আবদুস সালাম

কর্পোরেট সংবাদ ডেস্ক : সম্প্রতি এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের...

ইসলামী ব্যাংকিং প্রসারে ইউনিয়ন ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসি. ইসলামী ব্যাংকিং পদ্ধতি জনগণের মাঝে উপস্থাপনের জন্য নিয়মিত জনসংযোগ বিভাগের মাধ্যমে ইসলামী ব্যাংকিং এর ধারণা, জমা গ্রহণ, বিনিয়োগ ও...

‘জনগণের নেতৃত্বাধীন জলবায়ু অভিযোজন পরিকল্পনা’ বিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ১৭টি ওয়ার্ডের ১০৬টি স্বল্প-আয়ের জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক পানি ও স্যানিটেশন পরিষেবা সংক্রান্ত জলবায়ু অভিযোজন পরিকল্পনাটি সোমবার (২৮...

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য হিসাববছরের প্রথম তিন প্রান্তিক...

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি মালিকদের মতবিনিময় অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর সাথে হজ এজেন্সি মালিকদের মতবিনিময় সভা সোমবার (২৮ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা...