পাঠ্যভ্যাস উন্নয়ন কর্মসূচির আলোকে উদ্বুদ্ধ করন কর্মশালা

Posted on January 18, 2023

মোঃ হাফিজ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: বিশ্ব সাহিত্য কেন্দ্র ও শিক্ষা মন্ত্রণালয়ের দেশব্যাপী, মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বইয়ের পাঠ্যভ্যাস গড়ে তোলার লক্ষ্যে, গলাচিপা উপজেলা পর্যায়ে সকল প্রধান শিক্ষক, স্কুলের লাইব্রেরিয়ানদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। অফিসার্স ক্লাবে বেলা ১১ টায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও শিক্ষানুরাগী মোঃ মহিউদ্দিন আল হেলাল। সভাপতিত্ব করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী , প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন। এছাড়া অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের টিম ম্যানেজার, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি, মোঃ শহিদুল ইসলাম, মনিটরিং অফিসার মাসুম বিল্লাহ, এসিস্ট্যান্ট ম্যানেজার জিয়াউর রহমান, এসিস্ট্যান্ট ম্যানেজার হাসান মুজিব সহ উপজেলা সকল প্রধান শিক্ষক ও সুপারগন অংশগ্রহণ করেন।