স্পোর্টস ডেস্ক : রবিন উথাপ্পার ঝড়ো ফিফটিতে ভর করে গালফ জায়ান্টসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল দুবাই ক্যাপিটালস। কিন্তু ভিন্স-এরাসমাস ঝড়ে উথাপ্পার সেই ফিফটি কোনো কাজে এলো না। শেষ হাসি হাসে ভিন্সের দুবাই।
আইএলটি-২০ এর পঞ্চম ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৮২ রান করে। রান তাড়া করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে গালফ ৬ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দুবাই।
৫৬ বলে ৭টি চার ও ৩টি ছয়ে ৮৩ রানে অপরাজিত ছিলেন ভিন্স। তাকে আউটই করতে পারেনি গালফের বোলাররা। ভিন্স থেকেও এক ধাপ এগিয়ে জেরাড এরাসমাস। মাত্র ২৮ বলে ৫টি চার ও ২টি ছয়ে ৫২ রান করেন। এই দুজনের ফিফটিতে ৬ উইকেটে জিতে মাঠ ছাড়ে ফ্র্যাঞ্চাইজিটি।
গালফের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মুজিব উর রহমান। ১টি উইকেট নেন রভম্যান পাওয়েল।
এর আগে গালফের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন উথাপ্পা। ৪৬ বলে ৭৯ রান করেন তিনি। উথাপ্পার ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ২টি ছয়ে। এ ছাড়া রভম্যান ৩৮ ও সিকান্দার রাজা ৩০ রান করেন। তাতে ১৮৩ রানের লক্ষ্য দিতে পারে দলটি।
দুবাইয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রেহান আহমেদ। ২টি উইকেট নেন রিচার্ড গ্লেসন। ১টি করে উইকেট নেন সঞ্চিত শর্মা ও ডেবিড ভিসা।