স্পোর্টস ডেস্ক : লিস্ট ‘এ’ ক্রিকেটে মাশরাফী বিন মোর্ত্তজার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন হাবিবুর রহমান সোহান। প্রায় সাত বছর পর টাইগারদের সাবেক অধিনায়কের রেকর্ডটি ভেঙে দিলেন সোহান। ৪৯ বলে সেঞ্চুরি ছুঁয়ে দ্রুততম শতকের মালিক এখন নর্থ জোনের ওপেনার। রেকর্ড গড়ার দিনে সেন্ট্রাল জোনকে ৮ উইকেটে হারিয়েছে নর্থ জোন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট লিগে মধ্যাঞ্চলের বিপক্ষে খেলতে নামে সোহানের উত্তরাঞ্চল। ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে মাত্র ২৪.৪ ওভারেই জয় পায় তারা। দারুণ এ জয়ে ৬১ বলে ১১৭ রান করেন সোহান।
রেকর্ড গড়ার আগে দুবার জীবন পেয়েছেন হাবিবুর। প্রথম দফায় শূন্যরানে। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে নাজমুল ইসলাম অপুর বল তুলে মেরেছিলেন লংঅনে। ভুল করে বসেন ফিল্ডার জিসান আলম। বল তালুবন্দি করতে ব্যর্থ হন। ২ রান দিয়ে বসেন। পরের বলেই চার হাঁকান হাবিবুর।
পরে তাণ্ডব চালান ব্যাট হাতে। ১৯ বলে ফিফটি পূর্ণ করেন। ফিফটি ছোঁয়ার পরের বলে দ্বিতীয় দফায় জীবন পান হাবিবুর। এবারও নাজমুল ইসলাম অপুর বলে তার ক্যাচ নিতে ব্যর্থ হন জিসানই। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ছক্কা ও তৃতীয় বলে চার মেরে ফিফটি পূর্ণ করেন হাবিবুর। পরের বলে সুইপ খেলে বল পাঠান শর্ট ফাইন লেগ অঞ্চলে। সেখান ক্যাচ তালুবন্দি করতে পারেননি জিসান।
১৪তম ওভারের তৃতীয় বলে সেঞ্চুরি পূর্ণ করেন নর্থ জোনের ওপেনার। ৪৯ বলে শতক পূর্ণ করার পথে ছিল ৭টি চার ও ৮টি ছক্কার মার।
হাবিবুরের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫০ বলে শতক করেছিলেন মাশরাফী। নারায়ণগঞ্জের ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে রেকর্ডটি গড়েছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক।
কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বিসিএল ওয়ানডেতে টসে হেরে ব্যাটে নেমে ৪৮.১ ওভারে ২০১ রানে গুটিয়ে যায় সেন্ট্রাল জোন। জবাবে হাবিবুরের রেকর্ড গড়া শতকে ২৪.৪ ওভারে জয় নিশ্চিত করে নর্থ জোন। ৯টি করে চার ও ছক্কায় ৬১ বলে ১১৭ রানের ইনিংস খেলে আউট হন হাবিবুর।