বিনোদন ডেস্ক : এ সময়ের ব্যস্ততম নির্মাতা নাসির উদ্দিন মাসুদ নতুন বছরের জন্য ‘পাগলাটে’, ‘চ তে চোর’ ‘নাইস সুজ’ ‘অনলি বেস্ট ফ্রেন্ড’ও ‘বিষবৃক্ষ’ নামে ৫টি একক নাটক নির্মাণের ঘোষণা দিয়েছেন।
রোববার (২৫ ডিসেম্বর) এ কথা জানিয়েছেন নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদ। তিনি বলেন, একটু ভিন্ন গল্প নিয়ে একক নাটকগুলো নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে কয়েকজন জনপ্রিয় তারকাদের সঙ্গে গল্প নিয়ে বসা হয়েছে। কয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে নাটকগুলোর জন্য চুক্তিবন্ধ হব। তাই এই মুহূর্তে কোনো শিল্পীর নাম বলতে পারছি না।
নতুন নাটকগুলো প্রসঙ্গে নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদ বলেন, এই নাটকগুলো একটার সঙ্গে আরেকটার গল্পের কোনো মিল নেই। হাস্যকর কর্মকাণ্ড, পারিবারিক সমস্যাসহ বিভিন্ন গল্প নিয়ে নাটকগুলো নির্মাণ করা হবে। ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে নাটকগুলোর শুটিং হবে।
জানা গেছে, এই নাটকগুলো সামনে বিশ্ব ভালোবাসা দিবস ও ঈদের জন্য নির্মাণ হচ্ছে। ঈদের সময় বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।
এদিকে নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদ একুশে টিভির জন্য নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার মহল্লার গল্প নিয়ে নির্মাতা নির্মাণ করেছেন তারকাবহুল এই ধারাবাহিকটি।
দুই প্রভাবশালী পরিবারের গল্প নিয়ে নির্মিত এ ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, সিদ্দিকুর রহমান, চাষী আলম, এফ এস নাঈম, অ্যালেন শুভ্র, সালহা খানম নাদিয়া, আব্দুল্লাহ রানা, কচি খন্দকার, ওয়ালিউল হক রুমি, মানসি প্রকৃতি, সুস্মিতা সিনহা, তামান্না সরকার, আইরিন, সিয়াম নাসির, শমি, হারুন বান্টি, নীলা ইসলামসহ অনেকেই।
উল্লেখ্য, ‘গরম মহল্লা’ ধারাবাহিকটি সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত সাড়ে আটটায় একুশে টেলিভিশনে প্রচারিত হচ্ছে।