December 7, 2025 - 3:18 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাসৌম্যর দুর্দান্ত সেঞ্চুরির পরও হারলো বাংলাদেশ

সৌম্যর দুর্দান্ত সেঞ্চুরির পরও হারলো বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক : ওপেনার সৌম্য সরকারের দুর্দান্ত সেঞ্চুরির পরও এক ম্যাচ বাকী থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারলো সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল।

বুধবার ভোরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচ বৃষ্টি আইনে ৪৪ রানে হেরেছিলো বাংলাদেশ। সিরিজ হার নিশ্চিতের পাশাপাশি ২-০ ব্যবধানে পিছিয়ে পড়লো বাংলাদেশ।

এ ম্যাচে ১৫১ বলে ২২টি চার ও ২টি ছক্কায় ১৬৯ রানের অসাধারন ইনিংস খেলেন সৌম্য। তার দেড়শ রানের ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৯১ রান করে বাংলাদেশ। জবাবে ২২ বল বাকী রেখে ৩ উইকেটে ২৯৬ রান তুলে ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে হেনরি নিকোলস ৯৫ ও উইল ইয়ং ৮৯ রান করেন। দল হারলে এ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সৌম্য।

নেলসনে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় নিউজিল্যান্ড। ব্যাটিং শুরু করে প্রথম ৪ ওভারে বিনা উইকেটে ১১ রান তুলে সাবধানে এগোতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য ও এনামুল হক বিজয়। পঞ্চম ওভারে পেসার এডাম মিলনের প্রথম বলে খোঁচা মেরে ম্লিপে টম লাথামকে ক্যাচ দেন ২ রান করা বিজয়।

বিজয় ফেরার পরও রানের চাকা সচল রাখেন সৌম্য। সপ্তম ওভারে ও’রুর্কের বলে তিনটি চার মারেন তিনি। পরের ওভারে জ্যাক ডাফির বলে কভারে হেনরি নিকোলসকে ক্যাচ দিয়ে বিদায় নেন ১টি চারে ৬ রান করা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্তর বিদায়ে উইকেটে এসে ডাফির দ্বিতীয় শিকার হন লিটন দাস। কভার পয়েন্টে উইল ইয়ংকে ক্যাচ দেন ১টি চারে ৬ রান করা লিটন। দশম ওভারে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এ অবস্থায় তাওহিদ হৃদয় (১৬স বলে ১২ রান) রান আউট হলে চাপ আরও বেড়ে যায় বাংলাদেশের।

দলীয় ৮০ রানে চতুর্থ উইকেট পতনের পর ক্রিজে সৌম্যর সঙ্গী হন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ২১তম ওভারে চার মেরে ৫৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১২তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সৌম্য। ২০১৯ সালের জুলাইয়ে সর্বশেষ হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি। হাফ-সেঞ্চুরিতে পা দেওয়ার ওভারে দু’বার জীবন পান সৌম্য। ওভারের তৃতীয় বলে পেসার জশ ক্লার্কসনের বলে মিড অফে ক্যাচ ফেলেন রাচিন রবীন্দ্র। পঞ্চম বলে লেগ বিফোর আউট হন সৌম্য। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

সৌম্যর হাফ-সেঞ্চুরিতে ২৩তম ওভারে ১শতে পৌঁছায় বাংলাদেশের রান। ৩০তম ওভারে দেড়শ রান স্পর্শ টাইগাররা। ততক্ষণে আশির ঘরে পৌঁছে যান সৌম্য। ৩৫তম ওভারে ভাঙ্গে সৌম্য-মুশফিকের জমে যাওয়া জুটি। ডাফির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৫টি বাউন্ডারিতে ৫৭ বলে ৪৫ রান করা মুশফিক। পঞ্চম উইকেটে ১০৮ বলে ৯১ রান যোগ করেন সৌম্য-মুশফিক। নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে পঞ্চম উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

মুশফিক ফেরার পর সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন সৌম্য। ৩৭তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ৯২ রানে ইনিংসে তৃতীয়বারের মত জীবন পান তিনি। ও’রুর্কের বলে কভার পয়েন্টে সৌম্যর ক্যাচ ফেলেন ইয়ং।
তিনবার জীবন পেয়ে অবশেষে ৪০তম ওভারের প্রথম বলে ওয়ানডে ক্যারিয়ারের ৬৫তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরি করেন সৌম্য। ১৩টি চারে ১১৬ বল খেলে তিন অংকে পা রাখেন তিনি। ২০১৮ সালের অক্টোবরে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর ২৬ ইনিংসে কোন সেঞ্চুরি পাননি আগের ওয়ানডেতে শূণ্যতে ফেরা সৌম্য। নিউজিল্যান্ডের মাটিতে এটি বাংলাদেশের ব্যাটারদের চতুর্থ শতক।

১৬ ম্যাচ পর ওয়ানডেতে বাংলাদেশের কোন ওপেনারের সেঞ্চুরি এটি। সর্বশেষ এশিয়া কাপে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মেহেদি হাসান মিরাজ। সেঞ্চুরি পর সৌম্যর বড় ইনিংস খেলার পথে সঙ্গ দেন মিরাজ ও তানজিদ হাসান সাকিব। ষষ্ঠ উইকেটে মিরাজকে নিয়ে ৫৩ বলে ৬১ রান ও সপ্তম উইকেটে তানজিমের সাথে ২৬ বলে ৪০ রান যোগ করেন সৌম্য। মিরাজ ২৬ বলে ১৯ ও তানজিম ১১ বলে ১৩ রানে ফিরলেও ৪৭তম ওভারের শেষ বলে চার মেরে নিজের দেড়শ রান পূর্ণ করেন সৌম্য। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে দেড়শ রান করতে ১৪৪ বল খেলেছেন তিনি। এর আগে তামিম ইকবাল দু’বার (১৫৪ ও ১৫৮) এবং লিটন দাস (১৭৬) একবার দেড়শ রানের ইনিংস খেলেছিলেন।

ইনিংসে ৪৯তম ওভারে ১৭ রান পায় বাংলাদেশ। এই ওভারে সৌম্য ১টি করে চার-ছক্কা ও অভিষিক্ত রিশাদ হোসেন ১টি ছক্কা মারেন। শেষ ওভারের প্রথম বলে সমাপ্তি ঘটে সৌম্যর ইনিংসের। ও’রুর্কের বলে নিকোলসকে ক্যাচ দেন ২২টি চার ও ২টি ছক্কায় ১৫১ বলে ১৬৯ রানের নান্দনিক ইনিংস খেলে আউট হন সৌম্য। এই ইনিংসের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন সৌম্য। ২০১৫ সালে আগের সর্বোচ্চ অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া এশিয়ান ব্যাটারদের মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন সৌম্য। আগের রেকর্ডটি ছিল ভারতের শচীন টেন্ডুলকারের। ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৩ রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন টেন্ডুলকার।

সৌম্যর অসাধারন সেঞ্চুরির ইনিংসে সুবাদে ৪৯ দশমিক ৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৯১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের ডাফি ও ও’রুর্ক ৩টি করে উইকেট নেন। ২৯২ রানের টার্গেটে খেলতে নেমে ভালো সূচনা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ইয়ং ও রবীন্দ্র। ৬৬ বলে ৭৬ রান যোগ করেন তারা। রিশাদের দারুন ক্যাচে মারমুখী ব্যাট করা রবীন্দ্রকে শিকার করে বাংলাদেশকে প্রথম বেক-থ্রু এনে দেন পেসার হাসান মাহমুদ। ৭টি চার ও ১টি ছক্কায় ৩৩ বলে ৪৫ রান করেন রবীন্দ্র।

এরপর হেনরি নিকোলসকে নিয়ে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ইয়ং। ৫১ বলে অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে নেন প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা ইয়ং। অর্ধশতকের পর নিকোলসকে নিয়ে সহজেই দলের রানের চাকা ঘুড়াচ্ছিলেন তিনি। ২৭তম ওভারে ইয়ংকে থামানোর উপলক্ষ্য তৈরি করেছিলেন পেসার শরিফুল ইসলাম। কিন্তু ৭৭ রানে থাকা ইংয়ের ক্যাচ ফেলেন হৃদয়।

জীবন পাওয়া ইয়ংকে টানা দ্বিতীয় সেঞ্চুরি করতে দেননি বাংলাদেশের হাসান। ৩৩তম ওভারে নিজের বলে ফিরতি ক্যাচ নিয়ে ইয়ংকে বিদায় করেন হাসান। ৮টি চার ও ২টি ছক্কায় ৯৪ বলে ৮৯ রান করেন ইয়ং। দ্বিতীয় উইকেটে নিকোলসের সাথে ১৩১ বলে ১২৮ রান তুলে নিউজিল্যান্ডকে জয়ের পথে রেখে ফিরেন ইয়ং।
২০৪ রানে ইয়ংকে শিকার করে বাংলাদেশকে ম্যাচে ফেরার পথ দেখান হাসান। এরপর লাথামকে নিয়ে ৪৭ বলে ৫৬ রান যোগ করে কিউইদের জয়ের পথকে সহজ করেন নিকোলস। শরিফুলের মিকার হওয়ার আগে ৯৯ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৯৫ রান করেন নিকোলস। চতুর্থ উইকেটে ৩৪ বলে অবিচ্ছিন্ন ৩৬ রান করে ২২ বল বাকী থাকতে নিউজিল্যান্ডকে জয়ের স্বাদ দেন লাথাম ও ব্লান্ডেল। লাথাম ৩৪ ও ব্লান্ডেল ২৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হাসান ২টি ও শরিফুল ১টি উইকেট নেন।

আগামী ২৩ ডিসেম্বর নেপিয়ারে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

১৭ ডিসেম্বর আসছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

বিনোদন ডেস্ক: ১৬ বছর পর ফের দর্শকদের মুগ্ধ করতে আসছে ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় ছবি। এই মাসেই এটি বড় পর্দায় মুক্তি পাচ্ছে । আশা করা...

দেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশে যুগান্তকারী মাইলফলক স্থাপন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো। দেশের প্রথম ও একমাত্র স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নতুন উন্মোচিত হওয়া অপো এ৬...

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল বন্দুক-পাইপগান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের একটি কবরস্থান থেকে ৬টি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার আলাইয়ারপুর...

পরিচয় শনাক্তে গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ জনের মরদেহ উত্তোলন শুরু

কর্পোরেট সংবাদ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন করা শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত...

নাভানা সিএনজির ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল...

অভিবাসীদের ওপর ৫ হাজার ডলার ‘গ্রেপ্তার ফি’ আরোপ করছে ট্রাম্প প্রশাসন

ইমা এলিস, নিউইয়র্ক প্রতিনিধি: ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের ওপর ৫ হাজার ডলারের 'গ্রেপ্তার ফি' আরোপ করতে যাচ্ছে বলে এক শীর্ষ বর্ডার প্যাট্রোল...

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৬

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ও টানা ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহ প্রদেশের বিভিন্ন গ্রাম-শহর ও উপকূলীয় এলাকা থেকে এ পর্যন্ত ৯১৬...

প্রথমবার এমএলএস শিরোপা জিতলো মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক: এমএলএস কাপের ফাইনালে ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে উড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ফাইনালে গোল না পেলেও সতীর্থদের দুটি...