স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএল ১২তম আসরের ফাইনালের সময়সূচিতে পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এর আগে ম্যাচটি রাত ৭টায় শুরুর কথা ছিল।
রোববার (১৮ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি। পূর্ব ঘোষিত সূচিতে প্রতিটি শুক্রবারের সন্ধ্যার ম্যাচ ছিল ৭টায়। তবে ফাইনালের দিন যেহেতু দুপুরে কোনো খেলা নেই, তাই ম্যাচ এগিয়ে আনা হয়েছে।
এছাড়া প্লে-অফের অন্য তিন ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের জন্য বরাদ্দকৃত রিজার্ভ ডেও বাতিল করে দেয়া হয়েছে। তবে ফাইনালের জন্য পরদিন অর্থাৎ শনিবার থাকছে রিজার্ভ ডে হিসেবে।
এরই মধ্যে বিপিএলের প্লে-অফে জায়গা করে নেওয়া চার দলের নামও নিশ্চিত হয়েছে। দলগুলো হলো- রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস।
সূচি অনুযায়ী, ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিন দুপুর ১টায় এলিমিনেটর ম্যাচে খেলবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস। এরপর ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে এলিমিনেটর-২।
প্লে-অফ কাঠামো অনুযায়ী, কোয়ালিফায়ার-১-এর বিজয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। আর এলিমিনেটর-২-এর জয়ী দল হবে ফাইনালের দ্বিতীয় প্রতিযোগী।
গ্রুপ পর্ব শেষে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল রাজশাহী ওয়ারিয়র্স। ১২ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করেছে চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে প্লে-অফে ওঠে সিলেট টাইটানস।
আরও পড়ুন:
বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ বিসিবির


