জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

Posted on January 15, 2026

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার ঠিক আগে জুবিন গার্গ লাইফ জ্যাকেট পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তদন্তকারী কর্মকর্তাদের মতে, তিনি শুরুতে জ্যাকেট পরলেও পরে তা খুলে ফেলেন এবং আয়োজকদের পক্ষ থেকে পুনরায় ছোট একটি লাইফ জ্যাকেট পরার অনুরোধ করা হলেও তিনি তা শোনেননি। লাইফ জ্যাকেট ছাড়াই ইয়টের দিকে সাঁতার কাটতে গিয়ে তিনি একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন।

আদালতে পেশ করা প্রতিবেদনে আরও জানা যায়, জুবিন গার্গ দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও মৃগী (এপিলেপসি) রোগে ভুগছিলেন।

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তাঁর মৃত্যুর মূল কারণ পানিতে ডুবে যাওয়া। রক্ত পরীক্ষায় কোনো মাদকের অস্তিত্ব না মিললেও নিয়মিত ওষুধের উপস্থিতি পাওয়া গেছে। সিঙ্গাপুর পুলিশ এই ঘটনায় কোনো ফৌজদারি অপরাধের প্রমাণ না পেলেও, আসামে তাঁর পরিবার ও ভক্তদের মধ্যে এখনো তোলপাড় চলছে। হত্যার অভিযোগে সেখানে পুলিশি তদন্ত ও গ্রেপ্তারের ঘটনা ঘটলেও সিঙ্গাপুরের তদন্তে এটিকে দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।

এছাড়া মামলার প্রধান তদন্ত কর্মকর্তা জানান, ইয়টে প্রায় ২০ জন উপস্থিত ছিলেন, যারা খাবার, পানীয় ও অ্যালকোহল গ্রহণ করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুবিনও অ্যালকোহল পেয়েছিলেন। এক প্রত্যক্ষদর্শী উল্লেখ করেছেন, তিনি কিছু কাপ লিকার, জিন, হুইস্কি এবং কয়েক সিপ গিনেস স্টাউট পান করেছিলেন।

টক্সিকোলজি রিপোর্টে দেখা গেছে, জুবিনের রক্তে অ্যালকোহলের মাত্রা ৩৩৩ মিলিগ্রাম প্রতি ১০০ মিলিলিটার, যা গুরুতর মাতাল অবস্থার ইঙ্গিত দেয় এবং সমন্বয় ও প্রতিক্রিয়াশীলতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।

ফরেনসিক প্যাথোলজিস্ট জানান, কোনও আক্রমণের চিহ্ন পাওয়া যায়নি, যেমন চিবানো বা আঘাতের নিদর্শন। তাই বলা যায়, এটি একমাত্র দুর্ঘটনাজনিত মৃত্যু।

আরও পড়ুন:

বিয়ে করলেন জেফার-রাফসান

মমতাজের বাড়ি-জমি ক্রোকের আদেশ

মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবিন চৌধুরী