কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে এদিন বিকেল ৩টায় সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়ে ড. হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, অনিবার্য কারণবশত বুধবার বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতে শেষ ধাপে পৌঁছেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সবশেষ মঙ্গলবারও (১৩ জানুয়ারি) আসন সমঝোতা নিয়ে দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়।
এ নিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টায় ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছিলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে ইনশাআল্লাহ।’
এছাড়াও মঙ্গলবারের বৈঠক শেষে খেলাফত মজলিস জানায়, ১৪ জানুয়ারি বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন হবে, এরপর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে। সেই সঙ্গে এদিন সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদ। তবে মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
ফলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই আন্দোলনরত দলগুলোর বৈঠক শেষ হয়। বুধবার তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত আসার কথা রয়েছে। এই অবস্থার মধ্যেই আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন ডেকে স্থগিত করল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।


