পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯০ টি কোম্পানির ১২ কোটি ৬১ লক্ষ ১৭ হাজার ২০০ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৮৬ কোটি ৩৪ লক্ষ ৩৭ হাজার ৮৯৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪.৬১ পয়েন্ট বেড়ে ৪৯৪৬.৬৭ ডিএস-৩০ মূল্য সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে ১৮৯৯.১৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.২০ পয়েন্ট কমে ৯৯.৭০ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৫৯ টির, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল, সিটি ব্যাংক, ফাইন ফুডস, ক্রিস্টাল ইন্সু:, এসিআই, সিমটেক্স, তৌফিকা ফুড ও এশিয়াটিক ল্যাব।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্যারামাউন্ট ইন্সু:, কপারটেক ইন্ডা:, সিএপিএম আইবিবিএল মি. ফা., এশিয়াটিক ল্যাব, বিএনআইসিএল, সোনারবাংলা ইন্সু:, দেশবন্ধু পলিমার, ক্রিস্টাল ইন্সু:, স্ট্যান্ডার্ড ইন্সু: ও বিজিআইসি
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রিমিয়ার লিজিং, বীচস হ্যাচারী, বিআইএফসি, আলিফ ইন্ডা:, ইন্টা: লিজিং, জিকিউ বলপেন, আলহাজ্ব টেক্স, আইসিবি ৩য় এনআরবি মি. ফা., এনসিসিবিএল মি. ফা-১. ও জাহিন স্পিনিং।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮০০৭৯২৬৪৯৯৪৬.০০।


