January 13, 2026 - 6:31 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিএআইয়ের হাতেই হুমকি, এআইয়েই সমাধান: কাসপারস্কির বিশ্লেষণ

এআইয়ের হাতেই হুমকি, এআইয়েই সমাধান: কাসপারস্কির বিশ্লেষণ

spot_img

কর্পোরেট ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (এপিএসি) আর শুধু অংশগ্রহণকারী নয়, বরং এখন কার্যত গতিপথ নির্ধারণ করছে এই অঞ্চল। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এ অঞ্চলের ৭৮ শতাংশ পেশাজীবী অন্তত সপ্তাহে একবার এআই ব্যবহার করেন, যেখানে বৈশ্বিক গড় ৭২ শতাংশ। প্রযুক্তিনির্ভর ভোক্তা সমাজ, উচ্চমাত্রার ডিভাইস ব্যবহার এবং ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ তরুণ জনগোষ্ঠীর এই ‘বটম-আপ’ গ্রহণ এআই ব্যবহারের গতি বাড়াচ্ছে। এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করছে বড় অঙ্কের বিনিয়োগ, সিইও-নেতৃত্বাধীন কৌশল এবং দ্রুত সম্প্রসারিত ডিজিটাল বাজার। ফলে এপ্যাক এখন বিশ্বে এআই পরীক্ষার সবচেয়ে সক্রিয় ও গতিশীল ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ২০২৬ সালের মধ্যেই এআই ব্যবহার করে ডিপফেইক আরও বেশি ছড়িয়ে পড়বে, ফলে আসল ও ভুয়া কনটেন্ট চেনা কঠিন হয়ে যাবে। একই সঙ্গে এআই সাইবার অপরাধীদের পুরো আক্রমণ প্রক্রিয়ায় আরও শক্তিশালী করবে এবং নিয়ন্ত্রক কাঠামোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। তবে ভালো দিক হলো, এআই-চালিত স্বয়ংক্রিয় ও সিদ্ধান্তভিত্তিক সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও দ্রুত, স্মার্ট ও কার্যকর করে তুলবে।

ক্যাসপারস্কির রিসার্চ ডেভেলপমেন্ট গ্রুপের ম্যানেজার ভ্লাদিস্লাভ তুশকানভ বলেন, “এআই সাইবার নিরাপত্তাকে দুই দিক থেকেই নতুনভাবে গড়ে তুলছে। আক্রমণকারীরা এআই ব্যবহার করে হামলা স্বয়ংক্রিয় করছে, দুর্বলতা খুঁজে বের করছে এবং খুব বিশ্বাসযোগ্য ভুয়া কনটেন্ট তৈরি করছে। আবার নিরাপত্তা বিশেষজ্ঞরা একই এআই ব্যবহার করছেন সিস্টেম স্ক্যান, হুমকি শনাক্ত এবং দ্রুত ও স্মার্ট সিদ্ধান্ত নিতে। এআই একদিকে যেমন আক্রমণের হাতিয়ার, অন্যদিকে প্রতিরক্ষারও শক্তিশালী অস্ত্র। এটি নিরাপদভাবে নিয়ন্ত্রণ করার সক্ষমতাই ভবিষ্যতের সাইবার নিরাপত্তার দিক নির্ধারণ করবে বলে আমরা মন করি।”

এ বিষয়ে ক্যাসপারস্কির এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাড্রিয়ান হিয়া বলেন, “এআই গ্রহণের ক্ষেত্রে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। এই অঞ্চলের ভোক্তা ও প্রতিষ্ঠানগুলো অন্য যে কোনো অঞ্চলের তুলনায় দ্রুত এগোচ্ছে। এতে যেমন বিশাল সম্ভাবনা তৈরি হচ্ছে, তেমনি সাইবার হুমকির ধরন ও বিস্তারও নতুনভাবে রূপ নিচ্ছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করতে প্রতিষ্ঠানগুলো ক্যাসপারস্কির ২০ বছরের বেশি অভিজ্ঞতার ওপর ভরসা রাখতে পারে, যা তাদের সাইবার প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে সহায়তা করবে।”

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্যাসপারস্কি সাইবার বুলেটিন দেখুন।

এআই-নির্ভর ডিজিটাল রূপান্তরকে নিরাপদ রাখতে এপিএসি অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর জন্য ক্যাসপারস্কি কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে নিয়মিতভাবে সিস্টেম আপডেট রাখা, পাবলিক রিমোট ডেস্কটপ প্রোটোকল (আরডিপি) অ্যাকসেস সীমিত করা এবং সম্পূর্ণ হুমকি শনাক্তের জন্য ক্যাসপারস্কি নেক্সট ব্যবহার করা। পাশাপাশি হামলাকারীদের পরিবর্তিত কৌশল সম্পর্কে আপডেট থাকতে  থ্রেট ইন্টেলিজেন্স কাজে লাগানো এবং কোনো সাইবার ঘটনার সময় দ্রুত পুনরুদ্ধারের জন্য আলাদা ও সহজে ব্যবহারের উপযোগী ব্যাকআপ সংরক্ষণ করার ওপরও জোর দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হলো- তাকাফুল ইসলামী...

সেনা অভিযানে বিএনপি নেতার মৃত্যু ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’: আইএসপিআর

কর্পোরেট সংবাদ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ জানুয়ারি)...

মমতাজের বাড়ি-জমি ক্রোকের আদেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার...