স্পোর্টস ডেস্ক: সিলেট পর্ব শেষ হতেই আবার ঢাকায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুতে তিন ভেন্যুতে খেলার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে চট্টগ্রাম পর্ব বাদ পড়ায় উদ্বোধনী ম্যাচসহ মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয় সিলেটে। এখন লিগ পর্বের বাকি ম্যাচ ও প্লে–অফের সবগুলোই হবে ঢাকায়।
সিলেট পর্ব শেষে প্লে–অফের চিত্র অনেকটাই স্পষ্ট। শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারানোর পর রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স এই তিন দল নিশ্চিত করেছে শেষ চারে জায়গা। ফলে ঢাকায় বাকি লিগ ম্যাচগুলোতে মূল লড়াই হবে চতুর্থ প্লে–অফ টিকিট নিয়ে।
বর্তমান পয়েন্ট টেবিলে রাজশাহী ওয়ারিয়র্স ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। চট্টগ্রাম রয়্যালস ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, আর সিলেট টাইটান্স আছে শীর্ষ তিনে। বাকি দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস এই তিন দলের মধ্যে চতুর্থ স্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠবে ঢাকার পর্বে।
ঢাকায় ফিরেই উত্তেজনাপূর্ণ ম্যাচ, প্লে–অফের সমীকরণ ও শিরোপার দৌড় সব মিলিয়ে বিপিএলের শেষাংশে দর্শকদের জন্য অপেক্ষা করছে জমজমাট ক্রিকেট।


আরও পড়ুন:
বিপিএলের ঢাকা পর্বে টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা
কোনোভাবেই ভারতের কাছে নতি স্বীকার করবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা


