মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকার র্যাব হেডকোয়ার্টার এবং যশোর দ যৌথভাবে একটি বিশেষ টহলদল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে সাকিব হাসানকে (২৮) আটক করা হয়।
আটককৃত সাকিব হাসান এর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে প্রতিবেশী আব্দুল্লাহ বলেন, সে একটি সিএন্ডএফ এজেন্টে চাকুরী করে। গত শুত্রবার সে চুয়াডাঙ্গা থেকে আসার সময় এক্সিডেন্ট করে। সে অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়ে ছিল। এরপর আজ ভোরে র্যাব-৬ এর অনেক সদস্য এসে তার বাড়ি ঘিরে ফেলে বিছানার নীচে থেকে দুইটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করে। এর আগে তার নামে কোন মামলা বা কোন অস্ত্র বা ভারতীয় চোরাচালানি ব্যবসা ও করতে আমরা দেখি নাই।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, র্যাব আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করছে। থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো জোরদার করা হয়েছে।


