January 11, 2026 - 9:56 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদনতুন যুগের সূচনা: ‘ইউসিবি নাইট’-এ উন্মোচিত হলো অভিজাত প্রিমিয়াম কার্ড

নতুন যুগের সূচনা: ‘ইউসিবি নাইট’-এ উন্মোচিত হলো অভিজাত প্রিমিয়াম কার্ড

spot_img

কর্পোরেট ডেস্ক: জানুয়ারির কুয়াশাঘেরা শীতের রাতে ঢাকার আকাশজুড়ে ছিল তারার মেলা। আর সেই আকাশের নিচে, র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের পুলসাইডে—আলো, সংগীত আর মানুষের প্রাণচাঞ্চল্যে জন্ম নিল এক নতুন সাফল্যের জয়গান।

শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত ‘ইউসিবি নাইট – দ্য বিগিনিং অব এ নিউ এরা’ হয়ে উঠল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর নতুন যুগে পথ প্রবেশের এক স্মরণীয় ঘোষণা। এই রাতেই আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো বহুল প্রত্যাশিত দুটি অভিজাত কার্ড, যা প্রিমিয়াম ব্যাংকিং সেবায় এক নতুন মানদণ্ডের প্রতীক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা বয়স ও পেশার অতিথিরা। এক উদ্যোক্তা-ব্যবসায়ী সস্ত্রীক এসেছেন বহুদিনের সম্পর্কের টানে। পরিচিতজনদের সঙ্গে কুশল বিনিময়, পুরোনো দিনের গল্পে ফিরে যাওয়া—সব মিলিয়ে তাঁর কণ্ঠে ছিল আলাদা উচ্ছ্বাস। হাসিমুখে তিনি বলেন, ‘যে ব্যাংকের সঙ্গে বছরের পর বছর পথচলা, তার এমন আনন্দঘন আয়োজনে না এলে চলে?’

অন্যদিকে, চরম ব্যস্ততা পেছনে ফেলে উত্তরা থেকে আসা এক চিকিৎসক দম্পতির কাছে সন্ধ্যাটি ছিল সুর আর আস্থার মেলবন্ধন। গান শুনতে শুনতে তাঁদের চোখেমুখেও ফুটে উঠছিল স্বস্তি—এ যেন শুধু বিনোদন নয়, বিশ্বাসেরও এক উৎসব।

বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডমহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তা, নীতিনির্ধারক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সরকারি-বেসরকারি পেশাজীবীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা। সবার উপস্থিতির কারণ একটাই—ইউসিবির ঘুরে দাঁড়ানোর গল্প উদযাপন এবং আধুনিক, ভবিষ্যৎমুখী ব্যাংকিংয়ের নতুন যাত্রার সাক্ষী হওয়া।

অনুষ্ঠানের সবচেয়ে প্রতীক্ষিত ও আলোচিত মুহূর্ত আসে ইউসিবি ভিসা ইনফিনিট কার্ড ও ইউসিবি মাস্টার কার্ড ওয়ার্ল্ড এলিট-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে। আধুনিক ও উচ্চমানের নকশা আর উন্নত সুবিধায় সমৃদ্ধ এই কার্ড যেন ইউসিবির আত্মবিশ্বাসী ঘোষণা—গ্রাহকসেবাকে নিয়ে তারা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। করতালির শব্দেই স্পষ্ট হয়ে ওঠে, এই উদ্যোগ গ্রাহকদের প্রত্যাশার সঙ্গেই সুর মিলিয়েছে।
কবিতা, গীতিআলেখ্য, হাবিবের গান আর আলোর ঝলকানির মাঝেই পর্দায় ভেসে ওঠে ইউসিবির বাস্তব সাফল্যের চিত্র। গত এক বছরে ব্যাংকটি আমানত প্রবৃদ্ধিতে গড়েছে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। ২০২৪ সালে যেখানে আমানত বেড়েছিল ৪,০৮২ কোটি টাকা, ২০২৫ সালে তা লাফিয়ে বেড়ে পৌঁছেছে প্রায় ১৩,০০০ কোটি টাকায়—ইউসিবির ইতিহাসে যা আগে কখনো দেখা যায়নি।

এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি গ্রাহকদের আস্থা। ২০২৫ সালে ৬.৭৮ লাখ নতুন গ্রাহক ইউসিবির সঙ্গে যুক্ত হয়েছেন। সংখ্যাগুলো যেন নিঃশব্দে বলে দেয়—ইউসিবির ওপর মানুষের বিশ্বাস আবার দৃঢ় হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলা ও দক্ষ ব্যবস্থাপনার ফল হিসেবে এডভান্স টু ডিপোজিট রেশিও ৯১.৩ শতাংশ থেকে নেমে এসেছে ৮৩.০ শতাংশে, যা ব্যাংকটির স্থিতিশীলতারই প্রতিফলন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, ‘চার দশক ধরে যা তৈরি করেছি, ইনশাল্লাহ, আপনাদের অব্যাহত সমর্থনে আগামী চার বছরে আরও বড় সাফল্য অর্জন করতে পারব।’

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘আমাদের অগ্রাধিকার স্পষ্ট: প্রথমে স্থিতিশীলতা, এরপর আস্থা, আর তার পর টেকসই বৃদ্ধি।’

সন্ধ্যার শেষভাগে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে আবেগঘন গান, এরপর প্রীতম ও দোলা–র প্রাণবন্ত পরিবেশনা রাতটিকে করে তোলে আরও রঙিন, আরও স্মরণীয়।

‘ইউসিবি নাইট’ তাই শুধু একটি উৎসব নয়। এটি ছিল আস্থার পুনর্জাগরণ, ঘুরে দাঁড়ানোর দৃপ্ত ঘোষণা—আর প্রিমিয়াম কার্ডের হাত ধরে ভবিষ্যৎমুখী ব্যাংকিংয়ের পথে ইউসিবির আত্মবিশ্বাসী যাত্রা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

কর্পোরেট সংবা ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি পালনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) যেকোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনী...

এসবিএসি ব্যাংকের সঙ্গে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের চুক্তি

কর্পোরেট ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি এবং কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যকার সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত...

বেনাপোলে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হোসেন (২৮)...

সূচকের বড় পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির...

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক-জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন শুধু আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির পণ্যই উৎপাদন করছে না; কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ...

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে একটি বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১১ জানুয়ারি) ঢাকায়...

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’ রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন কলেবরে শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান...

ইন্টারনেটের গতি বাড়িয়ে বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা

কর্পোরেট সংবাদ ডেস্ক : গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সকল বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা...