January 9, 2026 - 3:54 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমযশোরে সাংবাদিক হত্যা: কে, কেন—জানে না কেউই

যশোরে সাংবাদিক হত্যা: কে, কেন—জানে না কেউই

spot_img

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর মনিরামপুরে সাংবাদিক ও বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগীকে নৃশংসভাবে হত্যার এক দিন পার হলেও এখনো পর্যন্ত মোটিভ উদঘাটন হয়নি। নেই কোনো আটক। হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেনি পরিবার কিংবা আইন-শৃঙ্খলা বাহিনী। ফলে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—কে, কেন এবং কোন স্বার্থে এই হত্যাকাণ্ড ঘটাল?

পুলিশ জানায়, তদন্ত চলছে। তবে এখনো পর্যন্ত হত্যার মোটিভ নির্ধারণ করা যায়নি। নিহতের পরিবারও ঘটনার কারণ নিয়ে অন্ধকারে।

নিহত রানা প্রতাপ বৈরাগীর বাবা তুষার কান্তি বৈরাগী বলেন, তাঁর ছেলের কোনো শত্রু ছিল না। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) তিনি গণমাধ্যমকে বলেন, “রানার কোনো শত্রু ছিল না। কেন তাকে হত্যা করা হলো, তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। হয়তো কোনো স্বার্থগত কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কিন্তু কার স্বার্থ, কী স্বার্থ—আমি জানি না। আমি শুধু আমার সন্তান হত্যার বিচার চাই।”

সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে প্রকাশ্যেই রানা প্রতাপ বৈরাগীকে ডেকে নিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা ৩ জন তাঁকে বরফকল থেকে ডেকে কপালিয়া বাজারের পশ্চিম পাশে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের একটি গলিতে নিয়ে যায়। সেখানে খুব কাছ থেকে তাঁর মাথায় একে একে ৭টি গুলি করা হয়। ঘটনাস্থলে গুলির খোসা পড়েছিল। কিন্তু গুলিতে মৃত্যু হলেও খুনিরা গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ছেড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান রানা বৈরাগী।

রানা প্রতাপ বৈরাগীর বাড়ি কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামে। কপালিয়া বাজারে তাঁর একটি বরফ তৈরির কারখানা ছিল এবং কেশবপুরের কাটাখালী বাজারে ছিল একটি মাছের আড়ত। পাশাপাশি তিনি নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্র জানায়, রানা প্রতাপ বৈরাগীর বয়স ছিল ৪০ বছর। তাঁর বাবা তুষার কান্তি বৈরাগী অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং চার বছর আগে অবসরে যান। রানা প্রতাপ দুই ভাইবোনের মধ্যে বড়। তাঁর একটি ১০ বছর বয়সী ছেলে রয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, “হত্যার কারণ এখনো উদ্ঘাটন করা যায়নি। তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তবে থানা-পুলিশ সূত্র জানায়, রানা প্রতাপ বৈরাগীর বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা এবং কেশবপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। এসব মামলার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) ইমদাদুল হক বলেন, “হত্যার পেছনের কারণ জানতে আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। আশা করছি, দ্রুতই ঘটনার রহস্য উদ্ঘাটন করা যাবে।”

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—প্রকাশ্য বাজারে একজন ব্যবসায়ী ও সাংবাদিককে এতটা নৃশংসভাবে হত্যা করা হলো, অথচ এখনো কোনো ক্লু নেই কেন? তদন্ত কি সত্যিই অগ্রসর হচ্ছে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই হত্যাকাণ্ডও অন্ধকারেই চাপা পড়ে যাবে?

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ভালুকায় দিপু দাস হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া ইয়াছিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও লাশ পোড়ানোর ঘটনায় সরাসরি নেতৃত্ব দেওয়া ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার...

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি...

নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। সমন্বয় সেলে যোগাযোগের টেলিফোন...

জমি ক্রয় করবে সিটি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে,...

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। র‌্যাব জানায়, গত ২৮...

নোয়াখালীতে ১৭ মাস পর তোলা হলো ইমতিয়াজের লাশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের লাশ (হাড়গোড়) সতের মাস পর কবর থেকে তোলা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার...

এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি...

সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ

অর্থ-বাণিজ্য ডেস্ক: সারাদেশে আজ বৃহস্পতিবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। দাবি আদায় না...