নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চারদিনের কর্মসূচি প্রকাশ করা হয়েছে।
সেখানে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উত্তরবঙ্গ সফর করবেন তিনি।
সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত ‘আচারণ বিধি’ কোন ক্রমেই লঙ্ঘন করা হবে না বলে জানানো হয়েছে।
চারদিনের কর্মসূচি –
১১ জানুয়ারি- ঢাকা সকাল ৯টা থেকে ১০টা, টাঙ্গাইল বেলা ১টা, বিকাল ৩টায় সিরাজগঞ্জ, রাত ৮টায় বগুড়া (রাত্রিযাপন)।
১২ জানুয়ারি- সকাল সাড়ে ১০টা বগুড়া, বেলা ২টা রংপুর (পীরগঞ্জ), রাত ৯টা দিনাজপুর, রাত ১১টা ঠাকুরগাঁও (রাত্রিযাপন)।
১৩ জানুয়ারি- সকাল ১০টা ঠাকুরগাঁও, বেলা দেড়টায় পঞ্চগড়, বিকাল ৪টায় নীলফামারী, সন্ধ্যা ৭টা লালমনিরহাট, রাত ১১টায় রংপুর (রাত্রিযাপন)।
১৪ জানুয়ারি- সকাল ১০টা রংপুর, বেলা ১টা বগুড়া (গাবতলী), রাত ৮টা ঢাকা।



