![]() |

বিনোদন ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারত সম্পর্কে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আইপিএলের প্রচার-সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
এমনই প্রেক্ষাপটে ভারতের টেলিভিশন সম্প্রচার বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টা ১৮ মিনিটে সোহেল রানা তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে ততক্ষণ ভারতের টেলিভিশন ও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।’
বিকেল ৩টা ২১ মিনিটে আরেক পোস্টে ভারতীয় টেলিভিশনের কনটেন্টের সমালোচনা করে তিনি লিখেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে।’
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে দল পাওয়ার পর থেকেই দেশটির কিছু নেতা মুস্তাফিজকে বাদ দেয়ার জন্য চাপ দিতে থাকে। এমনিক মোস্তাফিজকে বাদ দিতে তারা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকেও হুমকি দিয়েছিল। আর স্টেডিয়াম ভাঙচুরের হুমকি তো ছিলই।
সেই প্রেক্ষাপটেই পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরামর্শে স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেয় কলকাতা।
আরও পড়ুন:
চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ভারতের টেলিভিশন আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে: সোহেল রানা https://corporatesangbad.com/530099/ |