January 8, 2026 - 1:22 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদতিনগুণেরও বেশি আমানত প্রবৃদ্ধি: ব্যাংকিং খাতে ইউসিবির রেকর্ড ব্রেকিং ২০২৫

তিনগুণেরও বেশি আমানত প্রবৃদ্ধি: ব্যাংকিং খাতে ইউসিবির রেকর্ড ব্রেকিং ২০২৫

spot_img

কর্পোরেট ডেস্ক: দেশের ব্যাংকিং খাতের এক অত্যন্ত চ্যালেঞ্জিং সময়েও অভাবনীয় সাফল্যের নজির গড়লো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। গত বছর (২০২৪) যেখানে আমানত প্রবৃদ্ধি ছিল ৪,০৮২ কোটি টাকা, এ বছর তা রেকর্ড ভেঙে পৌঁছেছে প্রায় ১৩,০০০ কোটি টাকায় – অর্থাৎ এক বছরে প্রবৃদ্ধি বেড়েছে তিনগুণেরও বেশি, যা ইউসিবির ইতিহাসে আগে কখনো আসেনি।

শুধু আমানতেই নয়, গ্রাহকসংখ্যা বৃদ্ধিতেও নজির গড়েছে ব্যাংকটি। ২০২৪ সালে যেখানে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছিল ৪.১১ লাখ, ২০২৫ সালে সেখানে ৬.৭৮ লাখ নতুন গ্রাহক ইউসিবির সঙ্গে যুক্ত হয়েছেন। এই বিপুল সংখ্যক নতুন গ্রাহকের সংযোজন ইঙ্গিত করে যে ইউসিবির প্রতি মানুষের ভরসা ও বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।

একই সঙ্গে ব্যাংকটির আর্থিক শৃঙ্খলা ও ঝুঁকি ব্যবস্থাপনায়ও এসেছে উল্লেখযোগ্য উন্নতি। এডভান্স টু ডিপোজিট রেশিও (এডিআই রেশিও) ২০২৪ সালের ৯১.৩০ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ৮৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যা ব্যাংকটির তারল্য ব্যবস্থাপনা ও আর্থিক স্থিতিশীলতার একটি শক্তিশালী সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ঐতিহাসিক অর্জন উদযাপন করতে ইউসিবির দেশের বিভিন্ন শাখা ও অফিসে আয়োজন করা হয় আনন্দঘন অনুষ্ঠানের। কেক কেটে ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কর্মীরা সাফল্য ভাগ করে নেন। ব্যাংকের পক্ষ থেকে সকল আমানতকারী, গ্রাহক, বিনিয়োগকারী, পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই সাফল্য নিয়ে সন্তোষ প্রকাশ করে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, “প্রায় ১৩ হাজার কোটি টাকার আমানত প্রবৃদ্ধি গ্রাহকদের ইউসিবির প্রতি অটুট আস্থার সুস্পষ্ট প্রতিফলন। এই আস্থা আমাদের জন্য যেমন গর্বের, তেমনি বড় দায়িত্বেরও। আমরা এই বছরে প্রায় ৩.৩ বিলিয়ন ডলারের রপ্তানি এবং প্রায় সমান পরিমাণ আমদানি অর্থায়ন করেছি, ডলারের দুর্বল বাজারেও এটি ইউসিবি’র শক্তি ও সামর্থ্যের পরিচয়। এই মাইলফলক অর্জনে ইউসিবির পুরো পরিবারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “যখন সংখ্যা নিজেই গল্প বলে আর বিশ্বাস হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি, তখন সাফল্য অনিবার্য। ইউসিবির এই অর্জন আমাদের টিমের পেশাদারিত্ব, সততা ও সমন্বিত প্রচেষ্টার ফল। আগামীতেও গ্রাহককেন্দ্রিক সেবা, ঝুঁকিনিয়ন্ত্রিত কার্যক্রম ও টেকসই প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

ইউসিবির এই রেকর্ড গড়া অগ্রযাত্রা স্পষ্টভাবে প্রমাণ করে, দূরদর্শী নেতৃত্ব ও গ্রাহকের প্রতি দায়বদ্ধতা থাকলে প্রতিকূল বাস্তবতার মাঝেও ব্যাংকিং খাতে অনন্য সাফল্য অর্জন সম্ভব।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক: যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আগামী মাসে  ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে...

৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল

কর্পোরেট সংবাদ ডেস্ক: গুম হওয়া ব্যক্তির পরিবারের আইনি সুরক্ষা ও উত্তরাধিকার নিশ্চিত করতে নতুন সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের...

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার ৮৫৫ টন ভুট্টা

অর্থ-বাণিজ্য ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে ২০১৮ সালের পর প্রথমবারের মত বাংলাদেশে আসা ভুট্টার চালান খালাস করা হচ্ছে। চালানটিতে ২০২৫-২৬ ফসল মৌসুমে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা...

বাংলাদেশ ব্যাংক ও এনসিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: স্টার্ট-আপ খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত পুনঃঅর্থায়ন...

ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট শুরু ২৯ জানুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ জানুয়ারি এই রুটে...

নির্বাচনের আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে ৭ দিন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের মাঠে ৭ দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

ইনটেকে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের প্রতিষ্ঠান ইনটেক লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির সচিব হিসেবে...