ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাচাই-বাছাই শেষে বিএনপিসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র মোট ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত তিন দিনের যাচাই-বাছাইয়ে জেলার ১১টি সংসদীয় আসনে এসব মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান জানান, নানান ত্রুটি, তথ্য গোপন, ঋণ খেলাপি হওয়া, আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী দাখিল না করা, চালানের মূল কপি ও মোট ভোটারের এক শতাংশ সমর্থনসূচক কাগজপত্র জমা দিতে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন কারণে মনোনয়নপত্রগুলো বাতিল করা হয়েছে। তবে সংশ্লিষ্ট প্রার্থীরা আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।
জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে মোট ১১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৯৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।
যাচাই-বাছাই এর শেষ দিন রোববার(৪ জানুয়ারি) ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ), ময়মনসিংহ-৯ (নান্দাইল), ময়মনসিংহ-১০ (গফরগাঁও) ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের দাখিলকৃত ৩৫টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে ১২টি মনোনয়নপত্র বাতিল করা হয়।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): মো. আজিজুর রহমান ভুঞা (স্বতন্ত্র)।
ময়মনসিংহ-৯ (নান্দাইল):পিন্টু চন্দ্র বিশ্বশর্মা (স্বতন্ত্র), প্রফেসর এ. আর. খান (স্বতন্ত্র), মো. মামুন বিন আব্দুল মান্নান (স্বতন্ত্র), শামসুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস), হাসিনা খান চৌধুরী (স্বতন্ত্র)।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও): আবু বকর সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র), আল ফাতাহ মো. আ. হান্নান (স্বতন্ত্র), আলমগীর মাহমুদ (স্বতন্ত্র), মো. মতিউর রহমান (স্বতন্ত্র), মো. মুশফিকুর রহমান (স্বতন্ত্র)।
ময়মনসিংহ-১১ (ভালুকা): বিএনপির বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম (স্বতন্ত্র)
এর আগে দুই দিন যাচাই-বাছাইয়ে আরও ১৬ জনের মনোনয়ন বাতিল করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির প্রার্থী ডা. মো. মাহাবুবুর রহমান লিটনের মনোনয়ন বাতিল করা হয়। মামলার তথ্য গোপন করার অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। একই দিনে জেলার বিভিন্ন আসনে আরও ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এর আগে শুক্রবার জেলার তিনটি আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
ময়মনসিংহ-৪ (সদর): বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ লিয়াকত আলী এবং ন্যাশনাল পিপলস পার্টির হামিদুল ইসলামের মনোনয়ন বাতিল।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা): এবি পার্টির মোহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া): ইসলামী আন্দোলন বাংলাদেশের নূরে আলম সিদ্দিকী ও বিএনপির সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল): বিএনপির ডা. মো. মাহাবুবুর রহমান লিটন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার সাদাত, জয়নাল আবেদীন ও আবুল মুনসুর, খেলাফত মজলিসের নজরুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল কুদ্দুস।
শুক্রবার (২ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে ময়মনসিংহ-১, ২ ও ৩ আসনের পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া): বাংলাদেশ লেবার পার্টির মুহাম্মদ রাশেদুল হকের মনোনয়ন বাতিল (ঋণ খেলাপি ও মামলার তথ্য গোপন)।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা): বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার (আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী দাখিল না করা) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিক (চালানের মূল কপি ও ১ শতাংশ সমর্থনসূচক কাগজপত্র না দেওয়া)।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর): বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির হাফেজ মাওলানা মো. আবু তাহের খান (মামলার তথ্য গোপন ও সম্পদ বিবরণী না দেওয়া) এবং
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শরিফুল ইসলাম (সম্পদের অসম্পূর্ণ বিবরণী)।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান আরও জানান, যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীদের তালিকা নির্ধারিত সময় অনুযায়ী প্রকাশ করা হবে এবং বাতিল প্রার্থীরা আইনি প্রক্রিয়ায় আপিল করার সুযোগ পাবেন।


