January 8, 2026 - 6:39 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিতাসনিম জারার মনোনয়ন বাতিল

তাসনিম জারার মনোনয়ন বাতিল

spot_img

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর সংবলিত সমর্থনসূচক তালিকা জমা দিতে হয়। ডা. তাসনিম জারা গত ২৯ ডিসেম্বর প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে আজ যাচাই-বাছাই শেষে নথিপত্রে ত্রুটি বা তথ্যের অমিল থাকার কারণে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

মনোনয়নপত্র বাতিলের এই সিদ্ধান্তের বিপরীতে নির্বাচন কমিশনে আপিল করবেন ডা. তাসনিম জারা।

মনোনয়নপত্র বাতিলের কারণ জানিয়ে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, আপনারা জানেন যে, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। যা দরকার ছিল তার চেয়ে বেশি স্বাক্ষর আমরা জমা দিয়েছিলাম। সেখান থেকে দশজনের তথ্য ভেরিফাই করতে গিয়ে দশ জনেরই সত্যতা খুঁজে পেয়েছেন নির্বাচন কমিশন।

তাসনিম জারা বলেন, কিন্তু দশজনের মধ্যেই দুজনের ক্ষেত্রে তারা দেখেছেন, তারা ঢাকা-৯ আসনের ভোটার না। এই দুজনের যাচাইয়ের কোনো উপায় ছিল না, তারা ঢাকা-৯ আসনের ভোটার কিনা। ওই দুই ভোটারের মধ্যে একজনের এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী তিনি নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে জানতেন। অন্যজন খিলগাঁও এলাকার বাসিন্দা। এই এলাকাটি ঢাকা-৯ ও ঢাকা-১১ উভয় আসনের মধ্যে পড়ায় তিনিও নিজেকে ঢাকা-৯ এর ভোটার বলে জানতেন। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি ঢাকা-১১ আসনের ভোটার।

এই স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, এই দুটি ব্যতিক্রম বাদে বাকি সব তথ্য সঠিক ছিল। আমরা আপিল করব। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতির লড়াইয়ে নেমেছি, আমাদের সেই লড়াই আমাদের চালু থাকবে।

উল্লেখ্য, তাসনিম জারা এর আগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে যুক্ত থাকলেও পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে নির্বাচন করার ঘোষণা দেন। একই সঙ্গে সাধারণ মানুষের কাছ থেকে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে নির্বাচনি তহবিল সংগ্রহ করে আলোচনায় আসেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ও আগামীকাল দেশের সকল আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলবে। যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সেই আপিলসমূহ নিষ্পত্তি করা হবে। চূড়ান্তভাবে বৈধ প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন:

মৃত্যুর কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক: যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আগামী মাসে  ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে...

৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল

কর্পোরেট সংবাদ ডেস্ক: গুম হওয়া ব্যক্তির পরিবারের আইনি সুরক্ষা ও উত্তরাধিকার নিশ্চিত করতে নতুন সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের...

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার ৮৫৫ টন ভুট্টা

অর্থ-বাণিজ্য ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে ২০১৮ সালের পর প্রথমবারের মত বাংলাদেশে আসা ভুট্টার চালান খালাস করা হচ্ছে। চালানটিতে ২০২৫-২৬ ফসল মৌসুমে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা...

বাংলাদেশ ব্যাংক ও এনসিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: স্টার্ট-আপ খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত পুনঃঅর্থায়ন...

ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট শুরু ২৯ জানুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ জানুয়ারি এই রুটে...

নির্বাচনের আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে ৭ দিন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের মাঠে ৭ দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

ইনটেকে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের প্রতিষ্ঠান ইনটেক লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির সচিব হিসেবে...