January 1, 2026 - 2:35 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিরাজগঞ্জে নবজাতক হত্যার অভিযোগ, লাশ লুকানোর চেষ্টা

সিরাজগঞ্জে নবজাতক হত্যার অভিযোগ, লাশ লুকানোর চেষ্টা

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নবজাতককে হত্যার পর লাশ লুকানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। মাটিচাপা দেওয়ার প্রস্তুতিকালে ঘটনাটি প্রতিবেশীদের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অভিযুক্ত নারী ও তার স্বজনরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়ার গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের দেলোয়ারের কন্যা জান্নাতুল ফেরদৌসের সঙ্গে একই ইউনিয়নের নন্দলালপুর গ্রামের করীম মণ্ডলের প্রায় এক বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় ছয় মাস পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে এবং জান্নাতুল ফেরদৌস বাবার বাড়িতে ফিরে আসেন।

বিবাহবিচ্ছেদের পর করীম মণ্ডল দ্বিতীয় বিয়ে করেন। পরে গত ২৭ অক্টোবর তিনি মারা যান। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে হত্যা সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এদিকে জান্নাতুল ফেরদৌস বিবাহবিচ্ছেদের পর অন্তঃসত্ত্বা ছিলেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি পরিবার গোপন রাখে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি একটি কন্যাসন্তান প্রসব করেন। অভিযোগ অনুযায়ী, প্রসবের পর নবজাতককে হত্যা করে বাড়ির টয়লেটে রাখা হয়।

পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে নবজাতকের লাশ মাটিচাপা দেওয়ার উদ্দেশ্যে বাড়ির পেছনে গর্ত খোঁড়া হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত নারী ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

এ ঘটনায় করীম মণ্ডলের পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, নবজাতকটি করীম মণ্ডলের একমাত্র স্মৃতি ছিল।

এ বিষয়ে শাহজাদপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। বিষয়টি যাচাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে অবৈধ সার মজুদ, গোডাউন থেকে সার জব্দ ও জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে একটি গোডাউন থেকে ইউরিয়া সার জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডিলারকে জরিমানা করা হয়েছে।...

দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

কর্পোরেট সংবাদ ডেস্ক: দেশের ১৭ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার,...

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিস্থল

কর্পোরেট সংবাদ ডেস্ক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...

৪ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো-জেএমআই হসপিটাল, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন ও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। ডিএসই...

পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে মা খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করার পর এক...

৬টি পদে ২৬ জনকে নিয়োগ দেবে শিল্প মন্ত্রণালয়

শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে ৬টি পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন...

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টি অধিক ঝুঁকিপূর্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের ৯২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টিকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ২৮১টিকে ‘ঝুঁকিপূর্ণ’ এবং ৪৬৪টিকে ‘সাধারণ’...

বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬

মো. রহিম উদ্দিন।। পশ্চিম আকাশে রক্তিম আভা ছড়িয়ে ডুবছে ২০২৫ সালের শেষ সূর্য। পেছনে পড়ে রইল সাক্ষী হয়ে থাকা বহু ভাঙা-গড়ার এক উত্তাল অধ্যায়।...