স্পোর্টস ডেস্ক : অবসরের আগে ক্যারিয়ারে ১ হাজার গোল করার লক্ষ্যের কথা আবারও জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আল নাসরর ফরোয়ার্ড রোনাল্ডো শনিবার আল অখদুদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে নিজের ক্যারিয়ারের ৯৫৬তম গোলটি করেন। পর্তুগালের হয়ে ২২৩ ম্যাচে ১৪১ গোল করে তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ধরে রেখেছেন।
৪০ বছর বয়সী এই তারকার আল নাসরর সঙ্গে চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকি রয়েছে। তিনি ২০২৬ বিশ্বকাপে পর্তুগালকে নেতৃত্ব দেবেন। এখানেই থামার কোনো ইচ্ছা তাঁর নেই বলে আবারো স্পষ্ট করেছে রোনাল্ডো।
রোববার দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে ‘মধ্য প্রাচ্যের সেরা খেলোয়াড়’ নির্বাচিত হওয়ার পর রোনাল্ডো বলেন, “খেলা চালিয়ে যাওয়া কঠিন, কিন্তু আমি অনুপ্রাণিত। আমার আবেগ এখনো প্রবল এবং আমি চালিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, “আমার আবেগ খুবই প্রবল এবং আমি খেলা চালিয়ে যেতে চাই। আমি কোথায় খেলি, সেটা বড় বিষয় নয়, মধ্যপ্রাচ্য হোক বা ইউরোপ। আমি সব সময় ফুটবল খেলতে উপভোগ করি এবং এগিয়ে যেতে চাই। তোমরা জানো আমার লক্ষ্য কী। আমি শিরোপা জিততে চাই এবং সেই সংখ্যায় (১,০০০ গোল) পৌঁছাতে চাই, যা তোমরা সবাই জানো। ইনজুরি না হলে আমি নিশ্চিতভাবেই সেখানে পৌঁছাব।”
আল অখদুদের বিপক্ষে গোল করার মাধ্যমে রোনাল্ডো টানা তৃতীয় বছর এবং ক্যারিয়ারের ১৪তমবারের মতো এক ক্যালেন্ডার বছরে ৪০ গোলের মাইলফলক স্পর্শ করেন।
চলতি মৌসুমে সৌদি পেশাদার লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচে তিনি ১২ গোল করেছেন, যা জুভেন্টাসে থাকার সময়ের ব্যক্তিগত রেকর্ডের সমান।


