December 30, 2025 - 1:56 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়জাতীয় নির্বাচনে ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল

জাতীয় নির্বাচনে ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অন্যদিকে, প্রার্থীরা ৩ হাজার ৪০৭ টি মনোনয়নপত্র গ্রহণ করেছেন বলে নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে।

মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের এ তথ্য জানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল সংক্রান্ত ইসির তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলের ৮ জেলায় ৩৩টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছে ৩৩৮ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৮ জন প্রার্থী।

রাজশাহী অঞ্চলের ৮টি জেলায় ৩৯টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৩২৯ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ২৬০ জন প্রার্থী।

খুলনা অঞ্চলের ১০টি জেলায় ৩৬টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৩৫৮ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৬ জন প্রার্থী।

বরিশাল অঞ্চলের ৬টি জেলায় ২১টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২১২ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ১৬৬ জন প্রার্থী।

ফরিদপুর অঞ্চলের ৫টি জেলায় ১৫টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ১৬৫ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ১৪২ জন প্রার্থী।

ঢাকা অঞ্চলের ৬টি জেলায় ৪১টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৬৩৮ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৪৪ জন প্রার্থী।

ময়মনসিংহ অঞ্চলের ৬টি জেলায় ৩৮টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৪০২ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ৩১১ জন প্রার্থী।

সিলেট অঞ্চলের ৪টি জেলায় ১৯টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ১৭৬ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ১৪৬ জন প্রার্থী।

কুমিল্লা অঞ্চলের ৬টি জেলায় ৩৫টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৪৯৬ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৬৫ জন প্রার্থী।

চট্টগ্রাম অঞ্চলের ৫টি জেলায় ২৩টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২৯৩ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ১৯৪ জন প্রার্থী।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আজ সোমবার ছিল রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

এদিন সন্ধ্যায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, মনোনয়নপত্র দাখিলের সময় আর বৃদ্ধি করা হচ্ছে না।

গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তফসিল অনুযায়ী আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র বাছাই শুরু হবে। আগামী ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম চলবে।

গত ১৮ ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুই দিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুই দিন বৃদ্ধি করেছে ইসি।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের (অতঃপর সংবিধান বলে উল্লিখিত) অনুচ্ছেদ ৬৫-এর অধীন সংসদ গঠন করার লক্ষ্যে সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন; সেহেতু, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনী এলাকা হতে একজন সদস্য নির্বাচনের জন্য ভোটারগণকে আহ্বান জানাচ্ছে এবং উক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য নিম্নবর্ণিত সময়সূচি ঘোষণা করছে।’

রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, সোমবার।

রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর, মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি রোববার পর্যন্ত।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত।

আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার।

প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি বুধবার।

ভোটগ্রহণ, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

১ হাজার গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক : অবসরের আগে ক্যারিয়ারে ১ হাজার গোল করার লক্ষ্যের কথা আবারও জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আল নাসরর ফরোয়ার্ড রোনাল্ডো শনিবার আল...

বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং...

ভালুকায় সহকর্মীর শটগানের গুলিতে আনসার সদস্য নিহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় সহকর্মীর শটগানের গুলিতে বজেন্দ্র বিশ্বাস (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে...

বেগম জিয়ার মৃত্যুতে ঢাবিতে ৩ দিনের শোক ঘোষণা

কর্পোরেট সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর)...

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

কর্পোরেট সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের...

খালেদা জিয়ার চলে যাওয়ার শোক অপূরণীয়: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার...

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি সিসিটিভি...

টেলিকম খাতে পুরোনো সাইবার হুমকির সঙ্গে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিগত ঝুঁকি

কর্পোরেট ডেস্ক: গ্লোবাল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি’র সিকিউরিটি বুলেটিনের সর্বশেষ অধ্যায়ে ২০২৫ সালের টেলিকম সাইবার নিরাপত্তা পরিস্থিতি ও ২০২৬ সালের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করা...