December 22, 2025 - 3:13 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১০

ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১০

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে ভালুকার হবিরবাড়ী এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ছাড়া ওই ঘটনায় পৃথক অভিযানে র‌্যাব গ্রেফতার করেছে সাতজন।

থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মোঃ আজমল হাসান সগীর (২৬), মোঃ শাহিন মিয়া (১৯) ও মোঃ নাজমুল (২১)।

আজমল ও শাহিনের বাড়ি ভালুকায়। আর নাজমুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) এবং মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আজ শনিবার এসব তথ্য জানান।

অন্যদিকে, র‌্যাবের হাতে গ্রেফতারকৃতরা হলেন তারেক হোসেন (১৯), লিমন সরকার, মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হাসেন (৩৮) এবং মিরাজ হোসেন আকন (৪৬)।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের র‌্যাব ১৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব ১৪-এর অধিনায়ক নয়মুল হাসান। তবে গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হস্তান্তর করা হবে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে সহকর্মীর সঙ্গে কথা বলার সময় মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস (২৮)-এর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও কারখানার কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরে বিক্ষুব্ধ লোকজন দিপুকে কারখানা থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে আসে। ওই সময় গণপিটুনিতে মারা যান দিপু। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে দিপুর মরদেহ ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে পুলিশ গিয়ে রাত আড়াইটার দিকে অর্ধপোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এদিকে নিহতের বাবা রবি চন্দ্র দাস ও বোন চম্পা দাসের দাবি, উৎপাদন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে দিপুকে মিথ্যা অপবাদে হত্যা করা হয়েছে। তাদের দাবি, দিপু শিক্ষিত এবং সচেতন ছিলেন, তিনি এমন কাজ (ধর্ম অবমাননা) করতে পারেন না।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। কেন ওই যুবককে পুলিশের হাতে না দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কোরআন ও হাদীসের আলোকে শবে মেরাজ এবং মেরাজের ঘটনা

হাফিজ মাছুম আহমদ দুধরচকী।। সাতাশে রজবের রাতঃ প্রসিদ্ধ আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মেরাজ এই রাতে হয়েছিল। প্রসিদ্ধ কথাটা এজন্য বলা হল যে,...

তিন বছর পর বিচ্ছেদের খবর জানালেন বিন্দু

বিনোদন ডেস্ক: ২০১৪ সালে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু। তারপর সংসারেই ডুবেছিলেন বলে ধারণা করা...

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

কর্পোরেট সংবাদ ডেস্ক: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। সোমবার (২২...

‘ইত্যাদি’ এবার প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়

বিনোদন ডেস্ক: ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি ও জনজীবনের নানা রঙিন অধ্যায় দর্শকদের সামনে তুলে ধরতে তথ্য ও বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর এবারের পর্ব...

প্রবাসী ও দেশে নিজ এলাকার বাইরের ভোটারদের ২৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রবাসী ও দেশে নিজ এলাকার বাইরে অবস্থানকারী ভোটারদের আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। রোববার (২১...

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯

কর্পোরেট সংবাদ ডেস্ক: সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে কমপক্ষে ৯ জনকে...

যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পাশাপাশি, ওসমান হাদি...

ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মিঠুন

স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে মোহাম্মদ মিঠুনকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ঢাকা ক্যাপিটালস। রোববার (২১ ডিসেম্বর) পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে দলের প্রথম...