আইপিএলে রেকর্ড মূল্যে কলকাতায় মুস্তাফিজুর রহমান

Posted on December 17, 2025

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের মিনি নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিলাম ইতিহাসে এটিই এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের পাওয়া সর্বোচ্চ দাম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে পেতে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। শেষ পর্যন্ত কলকাতাই সর্বোচ্চ দর হাঁকিয়ে তাকে দলে ভেড়ায়।

আইপিএল নিলামে এতদিন কোনো বাংলাদেশির সর্বোচ্চ দামের রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজার দখলে। ২০০৯ সালে তাকে ৬ লাখ ডলারে (তৎকালীন বিনিময় হারে প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা) কিনেছিল কেকেআর। দেড় দশক পর সেই রেকর্ড ভেঙে বাংলাদেশি ক্রিকেটারদের ব্র্যান্ড ভ্যালুকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন মুস্তাফিজ।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা মুস্তাফিজের এটি ষষ্ঠ দল। এর আগে তিনি মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন। গত আসরে সরাসরি নিলাম থেকে দল না পেলেও পরবর্তীতে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লিতে সুযোগ পেয়েছিলেন তিনি।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত আট মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান। ডেথ ওভারে তার কাটার ও নিয়ন্ত্রিত বোলিং আইপিএলে সবসময়ই আলাদা গুরুত্ব পেয়ে এসেছে।

মুস্তাফিজুর রহমান দল পেলেও এবারের নিলাম তালিকায় নাম রয়েছে আরও ছয় বাংলাদেশি ক্রিকেটারের। তারা হলেন— তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রাকিবুল হাসান।