কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।
কলেজের ইউরোলজি বিভাগের সার্জিক্যাল চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় এবং ডেন্টাল ইউনিটের ডেন্টাল চেয়ার ক্রয়ের জন্য এ অনুদান দেওয়া হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) ন্যাশনাল মেডিক্যাল কলেজে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শামসুর রহমান এর নিকট চেক হস্তান্তর করেন।
এসময় কলেজের উপাধ্যক্ষ ড. মোঃ আফজাল হোসেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ইদ্রিস আলী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।


