তারাকান্দায় পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

Posted on December 13, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পুকুরে ডুবে চাচাতো ভাই-বোন দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তারাকান্দা উপজেলার গোয়াতলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হল- ওই গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ আরাফাত (২) ও মোঃ রবি মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (২)। তারা আপন চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে দুলাল মিয়ার বাড়ির উঠানে খেলছিল আরাফাত ও ফাতেমা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশুদের না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, উপজেলার গোয়াতলা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।