বিনোদন ডেস্ক: বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা তিনি নিজেই জানিয়েছেন।
পোস্টে তিনি জানান, আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিকস যথাযথভাবে নিশ্চিত না হওয়ায় তারা অনুষ্ঠানটিতে অংশ নিতে পারছেন না।
বাংলাদেশি ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করে আতিফ লেখেন, এমন পরিস্থিতিতে কনসার্টে অংশগ্রহণ সম্ভব নয়।
শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত এই কনসার্ট। আতিফ আসলামের সঙ্গে মঞ্চে পারফর্ম করার কথা ছিল দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস এবং বেশ কয়েকজন ফোক শিল্পীর।
এদিকে, ‘চলঘুরি’ নামে একটি টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে আড়াই হাজার থেকে নয় হাজার টাকা দামের টিকিট বিক্রি হচ্ছিল। হঠাৎ কনসার্ট বাতিল হওয়ায় টিকিট ক্রেতাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে; অনেকেই এখন রিফান্ডের অপেক্ষায়।
সংশ্লিষ্টদের মতে, শেষ মুহূর্তে অনুষ্ঠান ভেস্তে যাওয়ায় দর্শকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন, তৈরি হতে পারে বড় ধরনের অসন্তোষও। পাশাপাশি বারবার এ ধরনের আয়োজন বাতিল হওয়া বাংলাদেশের কনসার্ট শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও বিরূপ প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন:


