কেরানীগঞ্জে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

Posted on December 13, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ভবনটি থেকে ৪২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে তাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)-এর মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, শনিবার (১৩ ডিসেম্ব ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় এবং আট মিনিটের মধ্যে, ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে।

কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১৮টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।